ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিউবায় কূটনীতিকদের ওপর হামলার তদন্ত চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:১৫, ১৩ আগস্ট ২০১৭

কিউবায় কূটনীতিকদের  ওপর হামলার  তদন্ত চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বলেছে, মার্কিন কূটনীতিকদের ওপর চালানো হামলার তদন্ত অবশ্যই কিউবাকেই করতে হবে। ধারণা করা হচ্ছে, এসব কূটনীতিকের ওপর শ্রবণেন্দ্রীয় (সনিক) হামলা চালানো হয়েছিল। এর জন্য তাদের চিকিৎসা নিতে হয়েছে। খবর এএফপির। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন শুক্রবার বলেন, হাভানায় মার্কিন মিশনের কূটনীতিকদের ওপর হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে তা শনাক্ত করতে পারেনি। তিনি এ হামলাকে স্বাস্থ্যের ওপর হামলা বলে বর্ণনা করেন। টিলারসন সতর্ক করে বলেন, যে কোন দেশকে তার নিজ দেশে অবস্থানরত কূটনীতিকের নিরাপত্তা দিতে হয়, এটি তার দায়িত্ব। সে হিসেবে মার্কিন কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্বও কিউবার ওপরই বর্তায়। আর হামলার নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করার দায়িত্বও কিউবার। এটি কেবল আমাদের কূটনীতিকদের ক্ষেত্রেই নয়, অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ সেখানে অন্য কূটনীতিকদের ওপরও এমন হামলা চালানো হয়েছে।
×