ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদ্যোক্তা সম্মেলন নবেম্বরে ভারতে আসছেন ইভানকা ট্র্রাম্প

প্রকাশিত: ০৩:১৪, ১৩ আগস্ট ২০১৭

উদ্যোক্তা সম্মেলন নবেম্বরে ভারতে আসছেন ইভানকা ট্র্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প আগামী নবেম্বরে ভারতে আসছেন। আন্তর্জাতিক মানের এক উদ্যোক্তা সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে আসবেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। খবর ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের। যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় সম্মেলনে ইভানকা ট্রাম্প মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। নারী উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে আগামী ২৮ থেকে ৩০ নবেম্বর তিন দিনের সম্মেলনটি ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হবে। সম্মেলনে চারটি বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এগুলো হল- জ্বালানি ও অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিজ্ঞান, অর্থনীতির প্রযুক্তি ও ডিজিটাল ইকোনমি এবং মিডিয়া ও বিনোদন। দেশটি জানায়, নারীদের উদ্ভাবনী জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্ব নিরাপত্তা, উন্নয়ন, সম্ভাবনা ও সমৃদ্ধির ক্ষেত্রে ‘অপরিসীম’ ভূমিকা রাখতে পারে বলে মনে করে ট্রাম্প প্রশাসন।
×