ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজার চারপাশে মাটির নিচে দেয়াল বানাবে ইসরাইল

প্রকাশিত: ০৫:৫৩, ১১ আগস্ট ২০১৭

গাজার চারপাশে মাটির নিচে দেয়াল বানাবে ইসরাইল

অধিকৃত গাজা ভূখণ্ডের চারপাশের মাটির নিচ দিয়ে দেয়াল নির্মাণ করবে ইসরাইল। নিরাপত্তার জন্য সুড়ঙ্গের ব্যবহার বন্ধে এটি করা হবে বলে দেশটির এক সেনা কর্মকর্তা জানিয়েছেন। গাজায় হামাসের সুড়ঙ্গ ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ছিল ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ২০১৪ সালে গাজায় ইসরাইলের একতরফা হামলা চলাকালে অভিযোগ তোলা হয় সুড়ঙ্গ নিয়ে নেতানিয়াহু সরকার এবং দেশটির সেনাবাহিনীর তেমন কোন প্রস্তুতি ছিল না। ইসরাইলী সেনাবাহিনীর মেজর জেনারেল ইয়াল জামির এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, দুই বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। গাজার চারপাশে মাটির নিচের এ দেয়ালটির প্রস্থ হবে ২০ ফিট, গভীরতা ১৩০ ফুট এবং ৬৪ কিলোমিটার এলাকাজুড়ে এটি নির্মিত হবে। এটি নির্মাণে ব্যয় হবে ৮৩৪ মিলিয়ন ডলার। ইসরাইলের স্থাপনামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট জানান, আক্রমণ ঠেকাতে গাজার চারপাশ ঘিরে থাকা ইসরাইলের ভূখ-ে এটি নির্মিত হবে। -এএফপি টাইপ রাইটারের বিদায় সরকারী অফিস আদালতের বাইরে এতদিন টাইপ রাইটারের খটখট খটখট শব্দ শুনে এসেছে সবাই। ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে শুক্রবার স্টেনোগ্রাফি কলেজের হস্তে লেখা চূড়ান্ত পরীক্ষার শেষ হলেই দেশটিতে এই টাইপ রাইটার ব্যবহারের দিন শেষ হবে। ভারত তাদের অর্থনীতি ‘ডিজিটালাইজড’ করার পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে -এএফপি দুই মাস আটকা থাকার পর কাতারে কর্মরত আর্জেন্টিনার বাবুর্চি গ্যাব্রিয়েল আগুরোর স্ত্রী ভেলেরিয়া মার্সিলি ও তাদের কন্যারা বুধবার আর্জেন্টিনার বেনাস এয়ারসের এজিজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আর্জেন্টিনার এই পরিবার ফ্রান্সের ফুটবল ক্লাব পিএসজি মালিকের হস্তক্ষেপে দুই মাস পর দেশে ফিরতে পেরেছে। কাতারের উপর প্রতিবেশী দেশগুলোর নিষেধাজ্ঞা থাকায় দীর্ঘদিন তাদের আটকে থাকতে হয়। -এএফপি
×