ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসরাইলে আল জাজিরার সম্প্রচার বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৩:৪০, ৮ আগস্ট ২০১৭

ইসরাইলে আল জাজিরার সম্প্রচার বন্ধ ঘোষণা

ইসরাইলে কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা’র সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির উর্ধতন কতৃর্পক্ষ। বিবিসি। আল জাজিরা সন্ত্রাসবাদ সমর্থন করে অভিযোগ এনে ইসরাইলে এটি বন্ধের ঘোষণা দেন দেশটির যোগাযোগ মন্ত্রী আইয়ুব কারা। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠী, হামাস, হিজবুল্লাহ ও ইরানের কর্মকাণ্ডের প্রধান মাধ্যম হয়ে উঠেছে আল জাজিরা। ফলে আল জাজিরা’র সাংবাদিকদের ক্রেডেনসিয়াল বাতিল করে চ্যানেলটির জেরুজালেম অফিস বন্ধ করে দেয়া হবে। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আল জাজিরা বন্ধের হুমকি দিয়ে বলেছিলেন, এই সম্প্রচার মাধ্যমটি ‘উস্কানিমূলক খবর’ প্রচার করে। ইসরাইলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আল জাজিরা কর্তৃপক্ষ। কিছুদিন আগে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে কাতারের সঙ্গে কয়েকটি আরব দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, একইসঙ্গে তারা নিজদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচারও বন্ধ করে দেয়। বানর তাড়াতে সেনা... ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের লোকজনকে বাঁচাতে সশস্ত্র পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। উগ্রস্বভাবের একদল বানর স্থানীয়দের মধ্যে ভীতি সঞ্চার করায় এ ব্যবস্থা নিল প্রশাসন। লম্বা লেজের বানরগুলো খাবার চুরিসহ বৃদ্ধ ও শিশুদের ওপর হামলা চালিয়েছে। স্থানীয় পুলিশ অনেকদিন ধরে বিষয়টি নিয়ে কাজ করলেও তেমন লাভ হয়নি। -হাফিংটন পোস্ট কান্না প্রতিযোগিতা বিশ্বে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকলেও শিশুদের কান্না প্রতিযোগিতার কথা কখনও শোনা যায়নি। অথচ এমন একটি প্রতিযোগিতা প্রায় চার শ’ বছর ধরেই চলছে জাপানে। চারমাস থেকে দুই বছর বয়সী শিশুদের জন্য এই প্রতিযোগিতা পুরো জাপানজুড়েই আয়োজিত হয়ে আসছে। রবিবার দিনের শুরুতে কিয়োটোতে ‘সমু’ খেলার মতো সাজিয়ে এই শিশু প্রতিযোগিতায় অংশ নেয় তারা। -মেট্রো
×