ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব পরিস্থিতি নিয়ে ট্রাম্প-ম্যাঁক্রো মতবিনিময়

প্রকাশিত: ০৫:১১, ৬ আগস্ট ২০১৭

বিশ্ব পরিস্থিতি নিয়ে ট্রাম্প-ম্যাঁক্রো মতবিনিময়

সিরিয়া ও ইরাকের চলমান সঙ্কট নিয়ে সহযোগিতা বাড়ানো প্রশ্নে শুক্রবার টেলিফোনে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, টেলিফোনে দুই নেতা ‘ইরানের ক্ষতিকর প্রভাব মোকাবেলার’ ব্যাপারেও কথা বলেন। এ সময় ভেনিজুয়েলা ইস্যুতে ট্রাম্প ও ম্যাঁক্রো একমত হন যে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবশ্যই ‘ভেনিজুয়েলার জনগণের অধিকার পুনর্বহাল’ করতে হবে। ভেনিজুয়েলার বিতর্কিত নতুন সাংবিধানিক গণপরিষদের আইনগত বৈধতা প্রশ্নে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই শুক্রবার এর উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। ট্রাম্প ও ম্যাঁক্রো উত্তর কোরিয়া প্রশ্নে পারস্পরিক স্বার্থের বিষয় নিয়েও আলোচনা করেন। -এএফপি
×