ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারের তথ্য ফাঁস করা হলে কঠোর ব্যবস্থা ॥ সেশনস

প্রকাশিত: ০৫:১১, ৬ আগস্ট ২০১৭

সরকারের তথ্য ফাঁস করা হলে কঠোর  ব্যবস্থা ॥ সেশনস

মার্কিন এ্যাটর্নি জেনারেল জেফ সেশনস দেশটির সরকারের গোপন তথ্য ফাঁস করে দেয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তার তৎপরতাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প খুবই দুর্বল হিসেবে অভিহিত করার পর এ প্রতিশ্রুতি ব্যক্ত করা হলো। খবর মিরর ও বিবিসির। মেক্সিকোর প্রেসিডেন্ট ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের অশোভন ফোনালাপের লিখিত অনুলিপি ফাঁস হয়ে যাওয়ার পর এ বক্তব্য দিলেন সেশনস। তিনি বলেন, হতভম্ব করে দেয়ার মতো সরকারী তথ্য ফাঁসের ঘটনার কঠোর ভাষায় নিন্দা করছি। তথ্য ফাঁসের ঘটনায় দেশ রক্ষায় মার্কিন সরকারের সক্ষমতা কমছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন তার সঙ্গে ঐকমত্য পোষণ করেন বলেও জানান সেশনস। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ট্রাম্প ক্ষমতায় আসার পর সরকারী গোপন তথ্য ফাঁসের ঘটনা তিন গুণ বেড়েছে। এ জাতীয় তৎপরতা চূড়ান্তভাবে মার্কিন জাতীয় নিরাপত্তাকে গুরুত্বহীন করে তোলে বলে জানান সেশনস। তিনি বলেন মার্কিন সরকারের গোপন তথ্য প্রকাশের করার অধিকার কারও নেই। কোন নেতা আত্মবিশ্বাসের সঙ্গে স্পর্শকাতর বিষয়ে আলোচনা করতে বা বিদেশী নেতাদের সঙ্গে আস্থা সহকারে কথা বলতে না পারলে কোন সরকারই কার্যকর হতে পারে না বলেও জানান তিনি।
×