ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কাপ্তাইয়ে নৌকাডুবি ॥ নিখোঁজ এক

প্রকাশিত: ০৫:২৮, ৫ আগস্ট ২০১৭

কাপ্তাইয়ে নৌকাডুবি ॥ নিখোঁজ এক

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৪ আগস্ট ॥ বরকল উপজেলার ভূষণছড়া এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে শহীদুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে ৫ শ্রমিক একটি নৌাকা নিয়ে ভূষণছড়া থেকে ভূষণছড়া বাজারে যাওয়ার পথে তাদের নৌকাটি কাপ্তাই হ্রদে প্রচ- ঝড়ের কবলে পড়ে। এতে তাদের নৌকাটি উল্টে গেলে ৫ শ্রমিক কাপ্তাই হ্রদে পড়ে যায়। সেখান থেকে ৪ শ্রমিক সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শহীদ হ্রদের পানিতে তলিয়ে যায়। সোনাদিয়ায় অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীর সোনাদিয়ায় চিহ্নিত জল ডাকাতদের আস্তানা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুটি কিরিচ উদ্ধার করেছে কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কর্মীরা। শুক্রবার ভোরে কোস্টগার্ড সদস্যরা এ অভিযান চালায়। কোস্টগার্ডের কক্সবাজার স্টেশন কর্মকর্তা সোইরাব হোসেন জানান, গোপনে সংবাদ পেয়ে তারা সোনাদিয়ায় জল ডাকাতদের আস্তানায় যায়। তাদের উপ¯ি'তি টের পেয়ে জলদস্যুরা পালিয়ে যায়। পরে অস্ত্রগুলো উদ্ধার করে কোস্টগার্ড। বাকৃবিতে বিজ্ঞান উৎসব বাকৃবি সংবাদদাতা ॥ ‘বিজ্ঞান হউক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দিনব্যাপী বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদন মিলনায়তনে যৌথভাবে ওই উৎসবের আয়োজন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ শাখা। বিজ্ঞান আন্দোলন মঞ্চ বিশ্ববিদ্যালয় শাখার প্রধান সংগঠক শামসুন্নাহার মিতুর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, বিশেষ অতিথি পশুপালন অনুষদের অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
×