ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অভিবাসীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনবে ট্রাম্প প্রশাসন

প্রকাশিত: ০৩:৩২, ৪ আগস্ট ২০১৭

অভিবাসীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনবে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৈধ-অভিবাসীদের সংখ্যা আগামী এক দশকে অর্ধেকে কমিয়ে আনার কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মার্কিন নাগরিক ও বৈধ অভিবাসীরা যাতে তাদের পারিবারিক সদস্যদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে না পারে সে ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হবে। নিউইয়র্ক টাইমস। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা এতদিনকার মার্কিন বৈধ অভিবাসন প্রক্রিয়ার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে এবং যুক্তরাষ্ট্রে নবাগতদের প্রবেশ মারাত্মক ব্যাহত হবে। ক্ষমতা গ্রহণের পর থেকেই ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তার অজুহাতে কয়েকটি মুসলিমপ্রধান দেশ থেকে আগত মুসলমানদের ওপর সে দেশে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেন। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের গ্রেফতার ও নানা ধরনের হয়রানির ফলে শরণার্থীদের আগমন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এছাড়াও মেক্সিকো থেকে অনুপ্রবেশ রোধে ট্রাম্প সে দেশের সীমান্তে দেয়াল নির্মাণের জন্য চাপ দিয়ে আসছেন।
×