ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ শক্ত গ্রুপে

প্রকাশিত: ০৬:০৫, ২ আগস্ট ২০১৭

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ শক্ত গ্রুপে

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় আসন্ন এশিয়া কাপ হকিতে (১১-২২ অক্টোবর) শক্ত গ্রুপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। আট জাতির এ টুর্নামেন্টে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান পড়েছে বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দেশটি জাপান। ‘বি’ গ্রুপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আছে মালয়েশিয়া, চীন ও ওমান। ১১ অক্টোবর মওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে (বিকেল সাড়ে ৫টায়)। এরপর ভারতের বিরুদ্ধে খেলবে ১৩ অক্টোবর একই সময়ে। ১৫ অক্টোবর জাপানের বিরুদ্ধে খেলবে বিকেল সাড়ে ৩টায়। এদিকে চীনকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এশিয়ান হকি ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এশিয়া কাপের দলগুলোর মধ্যে চীনের নাম নেই। তবে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) এ প্রসঙ্গে জানিয়েছে টুর্নামেন্টের গ্রুপিং ও ফিকচার ৮ দল নিয়েই করা হয়েছে। সেভাবেই ফিকচার পাঠানো হয়েছে তাদের কাছে। এখন ওয়েবসাইটে কেন চীনের নাম নেই সেটা তাদের বোধগম্য নয়। দীর্ঘ ৩২ বছর পর ঢাকায় বসতে যাচ্ছে এশিয়ান হকির সবচেয়ে বড় টুর্নামেন্ট। ১৯৮৫ সালে শেষবার বাংলাদেশ আয়োজক হয়েছিল এ টুর্নামেন্টের। ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশের প্রস্তুতিটা যেন ভাল হয় সেজন্য চেষ্টা করছে বাহফে। প্রাথমিকভাবে কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য হকি দলকে মালয়েশিয়া ও ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল ফেডারেশনের। কিন্তু পরিকল্পনায় রদবদল হচ্ছে। মালয়েশিয়া নয় হকি দলকে পাঠানো হচ্ছে চীন ও ভারতে। বৃহস্পতিবার দেশের বাইরে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে জাতীয় দল চীন যাচ্ছে। সেখানে বাংলাদেশ দল দেশটির বিভিন্ন প্রাদেশিক দলের বিরুদ্ধে ৮টি প্রীতি ম্যাচ খেলবে। তারপর আগামী ১৯ আগস্ট দলটি দেশে ফিরবে। তারপরই সেপ্টেম্বরে ভারতে কয়েকটি প্রীতি ম্যাচে অংশ নিতে যাবে জিমিরা। এদিকে এশিয়া কাপের জন্য দল গুছিয়ে এনেছেন কোচ মাহবুব হারুন। ক্যাম্পে থাকা ৩০ সদস্যের প্রাথমিক দল থেকে ইতোমধ্যে বাদ পড়েছেন আট খেলোয়াড়। ২২ খেলোয়াড় নিয়ে কোচ চীন যাচ্ছেন। ভারত সফরের পরই চূড়ান্ত দল ঘোষণা করবে ফেডারেশন। তার আগে এই দুই সফরে খেলোয়াড়দের ভালভাবে যাচাই করতে চান কোচ। তারপরই টুর্নামেন্ট শুরুর আগে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হবে। চীন সফরের জন্য বাংলাদেশ দল ॥ মামুনুর রহমান চয়ন, অসীম গোপ, মাইনুল ইসলাম কৌশিক, সারোয়ার হোসেন, জাহিদ হোসেন, রাসেল মাহমুদ জিমি, দীন ইসলাম ইমন, আবু সাইদ নিপ্পন, রেজাউল করিম বাবু, ফরহাদ হোসেন সিতুল, রুম্মন সরকার, মোহাম্মদ নাইমুদ্দিন, আশরাফুল ইসলাম, মিলন হোসেন, খোরশেদ উর রহমান, মোহাম্মদ আরশাদ, ইমরান হোসেন পিন্টু, হাসান যুবায়ের নিলয়, সোহানুর রহমান সবুজ, মাহবুব হোসেন, ফজলে হোসেন রাব্বি ও মোহাম্মদ মহসীন।
×