ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লেবাবনে ৩ হাজার সিরীয় শিশুকে হলিউড তারকা ক্লুনির সহায়তা

প্রকাশিত: ০৫:২৯, ২ আগস্ট ২০১৭

লেবাবনে ৩ হাজার সিরীয় শিশুকে হলিউড তারকা ক্লুনির সহায়তা

জনপ্রিয় হলিউড তারকা জর্জ ক্লুনি ও তার স্ত্রী অমল ক্লুনি লেবাননে আশ্রয় নেয়া প্রায় তিন হাজার সিরীয় শিশুকে স্কুলে ভর্তির জন্য সহায়তা করবেন। দেশটিতে সিরিয়ার প্রায় দুই লাখ শিশু শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। কাছের দেশ সিরিয়ায় ছয় বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ থেকে প্রাণ রক্ষার্থে লাখো সিরীয় শরণার্থী লেবাননে আশ্রয় নিয়েছে। দেশটিতে নিবন্ধিত সিরীয় শরণার্থীর সংখ্যা দশ লাখের বেশি। এদের মধ্যে পাঁচ লাখ শিশু। খবর এএফপির। সোমবার ইউনিসেফ জানিয়েছে, লেবাননে আশ্রয় নেয়া প্রায় দুই লাখ সিরীয় শিশু শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, দেশটিতে আশ্রয় নেয়া আনুমানিক আড়াই কোটির মতো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছে। গুগলের সঙ্গে যৌথভাবে ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস লেবাননে আশ্রয় নেয়া প্রায় তিন হাজার সিরীয় শিশুর শিক্ষার ব্যয় বহনের ঘোষণা দিয়েছে। শিশুদের শিক্ষা বাবদ প্রতিষ্ঠান দুটি যৌথভাবে ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেবে। রক্তক্ষয়ী যুদ্ধের স্মৃতিচারণ প্রথম বিশ্বযুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধগুলোর অন্যতম একটি যুদ্ধের ১০০ বছর পর এর স্মৃতিচারণ করা হয়েছে। বেলজিয়ামের পাসেনডেলে তিন মাসব্যাপী এ যুদ্ধে জার্মানি ও মিত্রপক্ষের ৫ লাখ সৈন্য নিহত, আহত বা নিখোঁজ হয়। প্রিন্স চার্লস ইপরেসের টাইন কট সমাধিক্ষেত্রে নিহত সৈন্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নিহত সৈন্যদের ৪ হাজার অত্মীয়-স্বজনও তাদের প্রতি শ্রদ্ধা জানান।-বিবিসি নারীদের ভাল বেতন দিন’ নারীদের ন্যায্য ও ভাল বেতন দেয়া কর্মক্ষেত্রের নীতি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ফেসবুকের সিইও শেরিল স্যান্ডবার্গ। নারী ও পুরুষের মধ্যে বেতন বৈষম্য কমাতে তিনি আরও কাজ করার আহ্বান জানান। তিনি জনান প্রত্যেকের নেতৃত্ব দেয়ার যোগ্যতা রয়েছে। কর্মীদের কখনই লিঙ্গভেদে মূল্যায়ন করা উচিত নয়। বরং তাদের যোগ্যতা কতটুকু বা তারা কী হতে চান, তার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।-আইরিশ নিউজ
×