ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুরস্কে অভ্যুত্থানে জড়িত পাঁচ শ’ লোকের বিচার শুরু

প্রকাশিত: ০৫:২৮, ২ আগস্ট ২০১৭

তুরস্কে অভ্যুত্থানে জড়িত পাঁচ শ’ লোকের বিচার শুরু

তুরস্কের এরদোগান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ২০১৬ সালের ১৫ জুলাই এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক প্রায় ৫০০ জনকে মঙ্গলবার বিচারের মুখোমুখি করা হয়। রাজধানী আঙ্কারার বাইরে ৪৮৬ জন সন্দেহভাজন অভিযুক্তকে বিচারের উদ্দেশ্যে স্থাপিত এক আদালত ভবনে বিচারের কাজ শুরু করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, সংবিধান লঙ্ঘন ও প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আজকের দিন এসব ষড়যন্ত্রকারী রাজধানী আঙ্কারার উত্তর-পশ্চিমাঞ্চলের আকিন্সি বিমানঘাঁটিতে বসে জেট জঙ্গী বিমানগুলোকে পার্লামেন্ট ভবনে বোমা হামলার নির্দেশ দেয়। এই বিমানঘাঁটি অভ্যুত্থানে জড়িতদের সদর দফতর হিসেবে ব্যবহৃত হয়েছিল। তুরস্কের সরকার উচ্ছেদ প্রচেষ্টায় জড়িত ৪৬১ জনের প্রায় সবাইকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাতজন পলাতক রয়েছে। বাকি অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কিন্তু তাদের আটক করা হয়নি। -এএফপি কাশ্মীরে লস্কর নেতা সংঘর্ষে নিহত ভারতের কাশ্মীরে পালওমা জেলায় মঙ্গলবার সকালে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই-তৈয়বার আঞ্চলিক প্রধান আবু দুজানা নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে আরিফ লিহারি নামের এক লস্কর নেতার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুজানা ও লিহারি ছাড়াও আরও এক বা দুইজন নিরাপত্তা বাহিনীর ফাঁদে পড়েছেন, তবে তাদের ভাগ্যে কি ঘটেছে, তা এখনও জানা যায়নি। পালওমায় হাকরিপোরা গ্রামে জঙ্গীদের অবস্থানের তথ্য হাতে পেয়ে নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে রাখে ও তল্লাশি অভিযান চালায়। -টাইমস অব ইন্ডিয়া
×