ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

প্রকাশিত: ০৬:০৩, ২৯ জুলাই ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ৪৬। লঘুমস্তিষ্ক কোথায় অবস্থিত? উত্তর : গুরুমস্তিষ্কের নিচে ও পশ্চাতে ৪৭। দেহের ভারসাম্য রক্ষা করা মস্তিষ্কেও কোন অংশের কাজ? উত্তর : পশ্চাৎ বা লঘুমস্তিষ্কের ৪৮। কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? উত্তর : লঘু মস্তিষ্ক ৪৯। লঘুমস্তিষ্কের কয়টি অংশ? উত্তর : ৩টি ৫০। পনসের বিপরীতদিকে অবস্থিত খন্ডাংশকে কী বলে? উত্তর : সেরিবেলাম ৫১। লঘুমস্তিষ্কের কোন অংশ অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে? উত্তর : সেরিবেলাম ৫২। পনস লঘুমস্তিষ্কের কোথায় অবস্থিত? উত্তর : সামনে ও নিচে ৫৩। পনস গুরুমস্তিষ্ক, লঘুমস্তিষ্ক ও মধ্যমস্তিষ্ককে কীসের সাথে সংযোজিত করে? উত্তর : সুষু¤œাশীর্ষকের ৫৪। মস্তিষ্কের নিচের অংশের নাম কী? উত্তর : মেডুলা বা সুষু¤œা শীর্ষক ৫৫। মেডুলা মস্তিষ্ককে কীসের সাথে সংযোজিত করে? উত্তর : মেরুরজ্জুর ৫৬। মস্তিষ্কের বোটা বলা হয় কাকে? উত্তর : মেডুলা বা সুষু¤œা শীর্ষকে ৫৭। মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন, খাদ্যগ্রহণ ও শ^সন ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে? উত্তর : মেডুলা ৫৮। মেরুরজ্জু কোথায় সংরক্ষিত থাকে? উত্তর : মেরুদন্ডের মধ্যে ৫৯। শে^ত পদার্থের ভিতর দিয়ে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী ¯সয়ুতন্ত্র যাতায়াত করে উত্তর : মেরুরজ্জু ৬০। ¯œায়ু তাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে কী ঘটে? উত্তর : প্রতিবর্ত ক্রিয়া ৬১। যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না তাকে কী বলে? উত্তর : প্রতিবর্ত ক্রিয়া ৬২। প্রতিটি প্রতিবর্ত চক্রের কয়টি অংশ থাকে? উত্তর : ৫টি ৬৩। যেসব পদার্থ দেহের জন্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয় তাকে কী বলে? উত্তর : রেচন পদার্থ ৬৪। দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন ব্যবস্থাকে কী বলে? উত্তর : রেচন ৬৫। তিনটি রেচন অঙ্গের নাম লিখ। উত্তর : ফুসফুস, চর্ম ও বৃক্ক ৬৬। কার্বন ডাই অক্সাইড কীসের মাধ্যমে বের হয়? উত্তর : ফুসফুসের মোঃ মাসুদ খান প্রাক্তন সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected]
×