ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওবামাকে নিয়ে ট্রাম্পের টিপ্পনি

প্রকাশিত: ০৫:৪৩, ২৮ জুলাই ২০১৭

ওবামাকে নিয়ে ট্রাম্পের টিপ্পনি

‘আচ্ছা ওবামা কি কখনও স্কাউট জাম্বুরিতে অংশ নিয়েছেন? সাবেক প্রেসিডেন্টকে নিয়ে এভাবেই টিপ্পনি কাটলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বয় স্কাউটদের জাম্বুরিতে নির্বাচনী প্রচারের স্টাইলে ভাষণ দিয়ে তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। নিউইয়র্ক পোস্ট।তার বক্তব্য দলীয় আক্রমণ এবং ‘ভুয়া গণমাধ্যম’ নিয়ে ব্যঙ্গ বিদ্রƒপ ছাড়া আর কিছু বলে বলেননি বলে অভিভাবকরাসহ সাবেক স্কাউটরা নিন্দা জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় ওয়েস্ট ভার্জিনিয়ায় অনুষ্ঠিত ন্যাশনাল স্কাউট জাম্বুরিতে ট্রাম্প ওবামা এবং সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনকে তুলোধুনা করা ছাড়াও রাজনীতির নোংরামি নিয়ে বক্তব্য রাখেন। এরপরই তার বক্তব্যের সমালোচনায় ছেয়ে যায় যুব সংগঠনের ফেসবুক পাতা। তার বক্তব্য বয় স্কাউটদের মূল্যবোধের ধারে কাছেও নেই বলে স্কাউটদের অভিভাবকরাসহ সাবেক স্কাউটরা ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেন। যুক্তরাষ্ট্রে প্রতি চার বছর পর পর একবার বয় স্কাউটদের জাম্বুরি অনুষ্ঠিত হয়। সোমবারের জাম্বুরিতে ১২ থেকে ১৮ বছরের ৩৫ হাজার স্কাউটসহ উপস্থিত ছিল প্রায় ৪০ হাজার মানুষ। ট্রাম্পের ভাষণের আগে জাম্বুরির ব্লগে সম্মান বজায় রাখার বিষয়ে একটি সতর্কবার্তাও দেয়া হয়েছিল। সেখানে স্পষ্টভাবে ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময় বলা কয়েকটি আপত্তিকর শব্দ (দেয়াল তুলুন, হিলারিকে গ্রেফতার করুন) সম্পর্কে সতর্ক করে দিয়ে বলা হয়েছিল এ শব্দগুলোকে স্কাউটদের অনেকেই বিভক্তি সৃষ্টিকারী হিসেবে দেখেছে, যা অযথাই সংঘাত উস্কে দিতে পারে। কিন্তু ট্রাম্প সেই সব সতর্কবার্তার তোয়াক্কা না করে তার ৩৫ মিনিটের লম্বা ভাষণে দিব্যি রাজনৈতিক বক্তব্য দিয়ে বসেন। রাজনীতি নিয়ে কেই বা কথা বলতে চায়? এমন বক্তব্য দিয়ে কথা শুরু করলেও ট্রাম্প ভাষণের বেশিরভাগ সময় রাজনীতি নিয়েই কথা বলেন। অতীতে মার্কিন প্রেসিডেন্টরা জাম্বুরিতে গেলে যেখানে স্কাউট আইন এবং স্কাউটদের বিশ্বাসযোগ্যতা, আনুগত্য, সাহসসহ নানা গুণাগুণ নিয়ে কথা বলতেন সেখানে ট্রাম্প তার ধারপাশ দিয়েও না গিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে কথা বলেন। ওবামা কখনও জাম্বুরিতে আসেননি বলে ট্রাম্প তার সমালোচনা করেন। হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার নিয়েও তিনি কথা বলেন। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে যে কষ্ট করে জয়লাভ করতে হয়েছে সে গল্পও তিনি স্কাউটদের শোনান। ট্রাম্প বলেন, ‘ছেলেরা আজ এখানে তোমাদের সংখ্যা অনেক বেশি। গণমাধ্যম হয়ত বলবে মাত্র ২০০ লোক। তবে এখানকার জমায়েতে ৪৫ হাজার মতো দেখা যাচ্ছে।
×