ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফর বাতিল হোক চান না ম্যাকগ্রা

প্রকাশিত: ০৫:৫২, ২৭ জুলাই ২০১৭

বাংলাদেশ সফর বাতিল হোক চান না ম্যাকগ্রা

স্পোর্টস রিপোর্টার ॥ বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের দেনা-পাওনা নিয়ে তৈরি ঝামেলার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হোক সেটা চান না দেশটির সাবেক গ্রেট গ্লেন ম্যাকগ্রা। পরিস্থিতিতে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন এক সময়ের মাঠ কাঁপানো এ পেসার। ‘এই মুহূর্তে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা সত্যিই লজ্জাজনক। আশা করছি বিষয়টি দ্রুত সুরাহা হবে। যাতে করে ছেলেরা খেলতে আর ভক্তরা খেলাটি উপভোগ করতে পারে।’ সামনে বাংলাদেশ সফর। সেখানে টেস্ট খেলে এরপর ভারতে ওয়ানডে সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। এই অবস্থায় পরিস্থিতি আলোচনার পর্যায়েই রয়েছে। তাই ম্যাকগ্রা চাইছেন এই সফরের আগেই সবকিছুর সমাধান হোক, ‘আমাদের সামনেই বাংলাদেশ সফর। এরপরে ভারতে সফর করার কথা রয়েছে। আশা করছি, তারা দ্রুতই বিষয়টি সমাধানে এগিয়ে আসবে।’ দেনা-পাওনা নিয়ে ঝামেলা না মেটায় বাতিল হয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর। পরিস্থিতি এখনও ঘোলাটে থাকায় সংশয়ে রয়েছে বাংলাদেশ সফরও। প্রতিকূল পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অসি ক্রিকেটারদের সংগঠন (এসিএ কোন সমঝোতাতে এখনও আসতে পারেনি। তাই পরিস্থিতি জটিল হওয়াতে এর সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ম্যাকগ্রা। ম্যাকগ্রার মতো এই পরিস্থিতির অবসান চান অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী গ্রেগ হান্টও। তাই নিজেই মধ্যস্থতায় নেমেছেন শেষ পর্যন্ত। বলা হচ্ছে, আপোস-মীমাংসায় অনেক কাছেই রয়েছেন তারা। যে সমঝোতা চুক্তির মডেল নিয়ে এত আলোচনা। সেই চুক্তি নিয়েই এখন ছাড় দিয়ে কথা বলা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ। শেষ পর্যন্ত ফলাফল কি আসে সেটাই দেখার অপেক্ষা। এদিকে পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী ভেন্যু ও অন্যান্য সুযোগ-সুবিধা দেখার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসহ প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। পুলিশ সদর দফতরে নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করে আজ দেশে ফিরে যাবে প্রতিনিধিদলটি। খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্ব না মিটলেও সফরের ব্যাপারে ইতিবাচক ভূমিকা দেখিয়ে আসছে সিএ। সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের ঢাকায় আসার কথা। ২২ ও ২৩ আগস্ট দু’দিনের প্রস্তুতি ম্যাচ। মিরপুরে ২৭ আগস্ট প্রথম টেস্ট শুরু। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৪ সেপ্টেম্বর থেকে। তবে সিএ যতই আশার কথা শোনাক বাংলাদেশ সফর বাতিল করতে ভেতরে ভেতরে নাকি ভোট সংগ্রহ করছেন ক্রিকেটাররা। এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকা। সোমবার সিডনিতে বৈঠক করেছেন দেশটির সিনিয়র ক্রিকেটাররা। সেখানেই সফর বয়কটের বিষয়ে সবার মতামত দেয়া হয়েছে বলে খবর। বাংলাদেশ সফরের জন্য ১০ আগস্ট ডারউইনে অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সর্বশেষ বৈঠকেও কোন সিদ্ধান্তে আসতে পারেনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন। এ কারণে বাংলাদেশ সফর করতে চাইছেন না অসি ক্রিকেটাররা। বৈঠকে ক্রিকেটাররা জানান, তারা বাংলাদেশসহ সব সিরিজেই খেলতে চান। তবে সেটি কিছুতেই পারিশ্রমিক সংক্রান্ত ঝামেলা মেটার আগে নয়।
×