ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন রেকর্ড গড়েছেন ব্রিটেনের এডাম পিয়েটি

বিশ্ব সাঁতারে স্বর্ণপদক ধরে রাখলেন হসজু

প্রকাশিত: ০৭:৫১, ২৬ জুলাই ২০১৭

বিশ্ব সাঁতারে স্বর্ণপদক ধরে রাখলেন হসজু

স্পোর্টস রিপোর্টার ॥ বুদাপেস্টে চলমান ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসে ফেবারিটরাই একের পর এক জয় পাচ্ছেন। বড় ধরনের কোন চমক দেখিয়ে নতুন কেউ বেরিয়ে আসেননি। তবে পুরনোরাই নিজেদের রেকর্ড ভাঙ্গা-গড়ার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন সাফল্য তুলে নিয়ে। এবার ‘আয়রন লেডি’ খ্যাত কাটিঙ্কা হসজুও সাফল্য পেয়েছেন। তিনি ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নিজের স্বর্ণপদক ধরে রেখেছেন স্বাগতিক হাঙ্গেরির এ মহিলা সাঁতারু। আর পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন চ্যাম্পিয়নশিপস রেকর্ড গড়ে স্বর্ণ ধরে রেখেছেন ব্রিটিশ সাঁতারু এ্যাডাম পিয়েটি। তিনি ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটেই নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। ব্রিটেনের জন্য আরেকটি স্বর্ণ এনে দিয়েছেন বেন প্রাউড। তিনি পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে চ্যাম্পিয়ন হন। নিজ দেশে হসজুর জন্য চ্যালেঞ্জ ছিল গত বিশ্ব সাঁতারে জেতা স্বর্ণপদক ধরে রাখার। সেই চ্যালেঞ্জে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ইতোমধ্যেই বিজয়ী হয়েছেন তিনি। দেশের অগণিত দর্শক-সমর্থকদের সামনে তিনি সাফল্য পেয়েছেন ২ মিনিট ৭ সেকেন্ড টাইমিংয়ে। জাপানের ইয়ুই ওহাশি রৌপ্য জয় করেন ০.৯১ সেকেন্ড এবং যুক্তরাষ্ট্রের ম্যাডিসিন কক্স ২.৭১ সেকেন্ড বেশি সময় নিয়ে ব্রোঞ্জ জয় করেন। জয়ের পর দারুণ সন্তুষ্ট হয়ে হসজু বলেন, ‘আমার মনে হচ্ছে প্রথমবারের মতো আমি জিতেছি। আমি এই পুলে অনেক অনুশীলন করেছি। সে সময় চেষ্টা করেছি অনুভব করার যে অনেক দর্শক আছে এবং সেভাবেই প্রস্তুত হয়েছি। এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। খুবই দারুণ বিষয় যে সবাই এখানে আমাকে সমর্থন জানিয়েছেন। যখন পুল থেকে বেরিয়ে আসলাম আমার বিশ্বাসই হচ্ছিল না আবার জিতেছি।’ ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্ব আসরের স্বর্ণপদক নেয়ার জন্য যখন মঞ্চে উঠছিলেন হসজু, সে সময় আতশবাজির প্রদর্শনী হয়েছে। দর্শকরা গেয়ে উঠেছেন সম্মিলিত কণ্ঠে হাঙ্গেরির জাতীয় সঙ্গীত। হসজু দাবি করেছেন বুদাপেস্টে স্বর্ণপদক জেতা গত বছর রিও অলিম্পিকে স্বর্ণ জয়ের চেয়েও বেশি আনন্দময় হয়েছে। তিনি বলেন, ‘এমন একটি অভিজ্ঞতা দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা কোনভাবেই ভুলবার নয়। আমার ভীষণ কান্না পাচ্ছিল। আমি বুঝতে পারছি না অনুভূতিটা। কারণ আমার স্বপ্ন ছিল অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার। এই মুহূর্তে অবশ্য সেটার চেয়েও এই অর্জনকে বেশি আনন্দের মনে হচ্ছে।’ রিও অলিম্পিকে হসজু ট্রেবল জিতেছিলেন ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে এবং ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ লাভ করে। ২৮ বছর বয়সী প্রথম নারী হিসেবে তিনবার বিশ্ব সাঁতারে এই ইভেন্টে স্বর্ণজয়ের রেকর্ড গড়লেন। ২০১৩ সালে বার্সিলোনা এবং ২০১৫ সালে কাজানে এই ইভেন্টের স্বর্ণ জিতেছিলেন তিনি। পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ফেবারিট ছিলেন পিয়েটি। তিনি হতাশ করেননি। বরং প্রত্যাশার চেয়েও ভাল নৈপুণ্য প্রদর্শন করেছেন। নতুন চ্যাম্পিয়নশিপস রেকর্ড গড়ে তিনি স্বর্ণপদক ধরে রাখেন। পিয়েটি সময় নিয়েছেন ৫৭.৪৭ সেকেন্ড। বুদাপেস্টে এবারের আসরে ব্রিটেনের প্রথম স্বর্ণপদক ছিল এটি। রেসের আগেই ব্রিটেনের পতাকা এবং আতশবাজি আরও অনুপ্রাণিত করেছিল ২২ বছর বয়সী পিয়েটিকে। তিনি বলেন, ‘আমি গ্রেট ব্রিটেনের পতাকা দেখে আরও উজ্জীবিত হয়েছি। আমি রেসিং পছন্দ করি এবং সেটা করি পরিবার ও দেশে আমার বন্ধু-সতীর্থদের জন্য। তাদের গর্বিত করার জন্য। দেশ থেকে এবং এখানে সমবেত দর্শকদের কাছ থেকে সমর্থন পাওয়াটা দারুণ ব্যাপার।’ একইদিনে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এ তরুণ ব্রিটিশ তারকা। হিটে তিনি ২৬.১০ সেকেন্ড টাইমিং গড়েন। দুই বছর আগে রাশিয়ার কাজানে হওয়া বিশ্ব আসরে এই ইভেন্টের সেমিফাইনালে পিয়েটিই বিশ্বরেকর্ড গড়েছিলেন ২৬.৪২ সেকেন্ড সময় নিয়ে। নিজের রেকর্ডটাই ভেঙ্গে এখন এই ইভেন্টেও স্বর্ণ জয়ের অন্যতম ফেবারিট তিনি। একই রাতে ব্রিটেনের জন্য আরেকটি সাফল্য এনে দিয়েছেন বেন প্রাউড। ২২ বছর বয়সী এ তরুণ ২২.৭৫ সেকেন্ড সময় নিয়ে শেষ করে চ্যাম্পিয়ন হন। ব্রাজিলের নিকোলাস সান্তোস মাত্র ০.০৪ সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্য এবং ইউক্রেনের আনদ্রি গোভোরোভ ০.০৯ সেকেন্ড বেশি সময় নিয়ে ব্রোঞ্জ জয় করেন। চলমান আসরে প্রথম স্বর্ণপদক জিতেছেন সুইডেনের সারাহ সিয়স্ট্রম। তিনি মহিলাদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৫.৫৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন। অস্ট্রেলিয়ার এমা ম্যাকিওন ৫৬.১৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য এবং যুক্তরাষ্ট্রের কেলসি ওরেল ৫৬.৩৭ সেকেন্ড টাইমিংয়ে ব্রোঞ্জ জেতেন।
×