ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীমান্ত অচলাবস্থায় মোদির জন্মদিনের কূটনীতি

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ জুলাই ২০১৭

সীমান্ত অচলাবস্থায় মোদির জন্মদিনের  কূটনীতি

ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল ও চীনা স্টেট কাউন্সিলর ইয়াং জেহচুহের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আভাস দিয়েছে চীন। চলতি সপ্তাহে বেজিংয়ে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা মিলে গঠিত জোট ব্রিকসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনের ফাঁকে এ বৈঠকের সম্ভাবনা রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, দুই নেতার বৈঠক হবে কি-না সে বিষয়ে তিনি নিশ্চিত কিছু বলতে পারেন না। কিন্তু ব্রিকস দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সম্মেলনে দ্বিপাক্ষিক আলোচনার একটি ঐতিহ্য রয়েছে। ২৭ ও ২৮ জুলাই ব্রিকসের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দোকালাম মালভূমি থেকে ভারত সেনা প্রত্যাহার না করা পর্যন্ত সীমান্ত নিয়ে সব ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে চীন। সেখানে প্রস্তাবিত চীনা সড়ক নিয়ে মাসব্যাপী অচলাবস্থায় দুই দেশই আগ্রাসী অবস্থান নিয়েছে। কিন্তু এসব কিছুর মধ্যেও প্রতিবেশী দেশের প্রেসিডেন্ট শি জিনপিং ও লি কেকিয়াংকে জন্মদিনের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রী চীনের খুদে ব্লগ সিনা ওয়েবোতে নিজের এ্যাকাউন্ট থেকে দুই নেতাকে আলাদা আলাদা শুভেচ্ছা পাঠান।
×