ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মৎস্য খাত রক্ষায় নজরদারি বাড়াতে হবে ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৭:৪১, ২৫ জুলাই ২০১৭

মৎস্য খাত রক্ষায় নজরদারি বাড়াতে হবে ॥ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিভিন্ন প্রজাতির মিঠাপানির মাছ চাষ ও সংরক্ষণ এবং দেশের গুরুত্বপূর্ণ এই মৎস্য খাতের কোন ধরনের ক্ষতি প্রতিরোধে কঠোর নজরদারি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছেন। রাষ্ট্রপতি জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ পালন উপলক্ষে সোমবার বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। বাসস। তিনি বলেন, আজকাল সংবাদপত্রের পাতায় প্রায়শই মৎস্য খাদ্য উৎপাদনে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করার খবর দেখা যায়। অধিক মুনাফার লোভে কেউ যেন এই সম্ভাবনাময় খাতের ক্ষতি করতে না পারে, সে জন্য অবশ্যই কঠোর নজরদারি চালাতে হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মৎস্য উৎপাদন করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগের কথা স্মরণ করে বলেন, তিনিই ১৯৭৩ সালে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করা শুরু করেছিলেন। রাষ্ট্রপতি পরে বঙ্গভবনের ডানাদিঘি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সচিব এম মাকসুদুল হাসান খান এবং মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
×