ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আমলা-ক্লার্ক যাচ্ছেন পাকিস্তানে!

প্রকাশিত: ০৪:২৯, ২৪ জুলাই ২০১৭

আমলা-ক্লার্ক যাচ্ছেন পাকিস্তানে!

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় দেশটিকে নতুন করে আশা দেখাচ্ছে। নিজ মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের তোড়জোড় শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা আইসিসির সহযোগিতাও পাচ্ছে তারা। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে বিশ্ব একাদশের বিপক্ষে একটি তিন ম্যাচের টি২০ সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। যে ম্যাচগুলো পাবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের মর্যাদা। বিশ্ব একাদশের হয়ে এই সিরিজ খেলতে পাকিস্তানে যেতে পারেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক, হাশিম আমলা, লুক রনকি, টিম পেইনের মতো ক্রিকেটাররা। আর এই দলের কোচের দায়িত্বে থাকবেন এ্যান্ডি ফ্লাওয়ার। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে এমনটাই জানিয়েছেন পিসিবির সভাপতি শাহরিয়ার খান। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোন বড় দল যায়নি পাকিস্তান সফরে। নিজেদের হোম সিরিজগুলো পাকিস্তানকে খেলতে হয়েছে ইংল্যান্ড বা আরব আমিরাতে গিয়ে। এবার সেই অচলাবস্থা দূর করার আশা জেগেছে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে।
×