ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জোয়ারে দশমিনায় বাঁধে ভাঙ্গন ॥ বিলীন সড়ক

প্রকাশিত: ০৪:১৭, ২৩ জুলাই ২০১৭

জোয়ারে দশমিনায় বাঁধে ভাঙ্গন ॥ বিলীন সড়ক

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসে পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের দুটি পয়েন্টে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে বাজার ও বেড়িবাঁধ। বিলীন হচ্ছে বিটুমিন কার্পেটিংয়ের সংযোগ সড়ক। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ইউনিয়নের আরও পাঁচটি গ্রামসহ পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ও কলাগাছিয়া ইউনিয়নের অন্তত ৮টি গ্রাম। এসব গ্রামের আমন চাষও হুমকির মুখে পড়েছে। আলীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিসাখালী গ্রাম সংলগ্ন বেড়িবাঁধেও তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। যে কোন সময়ে বাঁধ ভেঙ্গে পাকা সড়কটি ভেসে যাবে। এছাড়া জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়বে। এতে ডুবে যাবে ফসলি জমি। ফলে ঝুঁকিপূর্ণ এ বাঁধ নিয়ে এলাকার মানুষ এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। সরেজমিন দেখা গেছে, আলীপুর ইউনিয়নের বেড়িবাঁধে ভাঙ্গনের কারণে বাঁধের ওপর পাকা বিটুমিন কার্পেটিংয়ের সড়ক নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত সড়কের উত্তর দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড। বাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত হলে এ ওয়ার্ডের মানুষ দক্ষিণের তিনটি ওয়ার্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই এলাকার লোকজন খুব সাবধানতার সঙ্গে বাঁধের ওপর দিয়ে চলাচল করছে। ভারি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। উত্তরের উজান থেকে নেমে আসা পানির সঙ্গে জোয়ারের সময় চাঁদপুরা নদীর পানি অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। পানির চাপ বাড়ছে। খুলনায় বৃক্ষমেলা উদ্বোধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সকালে খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৭ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। এসময় প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, উপ-পুলিশ কমিশনার এস এম ফজলুল রহমান, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আবু হেনা ওয়াহিদুল করিম, বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল লতিফ। নড়াইলে তুচ্ছ ঘটনায় আহত কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২২ জুলাই ॥ নড়াইলের কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে গফফার শেখকে (৪৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। গফফার চাপুলিয়া গ্রামের রোকন শেখের ছেলে। পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামে গফফার শেখের ক্ষেতের পাট প্রতিবেশী রমজানের ছাগলে খেয়ে নষ্ট করে ফেলে। এ ঘটনায় গফফারের ছেলে ছাগলটিকে ধরে তাদের বাড়িতে নিয়ে আসেন। ওইদিন সন্ধ্যায় রমজান ও তার লোকজন গফফারকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় গফফারকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকায় নেয়ার পথে শুক্রবার রাতে গফফারের মৃত্যু হয়। এদিকে এলাকাবাসী জানান, চাপুলিয়া গ্রামের দুইপক্ষের দ্বন্দ্বে জের ধরে গফফার শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
×