ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের আইনী দলের মুখপাত্র কোরেলোর পদত্যাগ

প্রকাশিত: ০৫:৫১, ২২ জুলাই ২০১৭

ট্রাম্পের আইনী দলের মুখপাত্র কোরেলোর পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী দলের মুখপাত্র মার্ক কোরেলো বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বিবিসি। রাশিয়াবিষয়ক তদন্তে ট্রাম্পের আইনজীবী দলের অবস্থান নিয়ে মতবিরোধের জেরে কোরেলো পদত্যাগ করেছেন বলে ওই প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেয়া হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের। গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে কংগ্রেস ও বিচার বিভাগের চলমান তদন্তে ট্রাম্পের আইনজীবী মার্ক ক্যাসোউইৎজের এক সময়কার মুখপাত্র ছিলেন কোরেলো। পদত্যাগের বিষয়ে কোরেলো বা ট্রাম্পের আইনজীবী দলের কোন মন্তব্য পাওয়া যায়নি। পলিটিকো ওয়েবসাইটের এক প্রতিবেদনে ট্রাম্পের আইনজীবী দলের কৌশল এবং বিভিন্ন পদে থাকা আইনজীবীদের অবস্থান নিয়ে কোরেলোর মধ্যে হতাশা বাড়ছিল বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে কোরেলোকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। রাশিয়াবিষয়ক তদন্ত দলের শীর্ষ কর্মকর্তা মুয়েলার সম্প্রতি কোরেলোর প্রশংসাও করেন। ব্রেক্সিটের পর ব্রিটেনে গৃহকর্মী সঙ্কট প্রকট হবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার আলোচনা সবে শুরু হয়েছে। কিন্তু কিছু ব্রিটিশ পরিবার ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা গৃহকর্মীদের সংখ্যা কমার বিষয়ে ইতোমধ্যেই বেশ সমস্যায় পড়েছে। গৃহকর্মীদের সংস্থা ব্রিটিশ এইউ পেয়ার এ্যাজেন্সিস এ্যাসোসিয়েশনের (বিএপিএএ) প্রেসিডেন্ট রেবেকা হাউয়ার্থ উড বলেন, প্রশ্নাতীতভাবেই এর পেছনে ব্রেক্সিটের বিশাল প্রভাব রয়েছে। এএফপি। তিনি জানান, ব্রিটেন ইইউ ছাড়ার পক্ষে রায় দেয়ার পর গত বছর এ সময়ের তুলনায় এ বছর ব্রিটেনের জন্য গৃহকর্মীদের আবেদনের পরিমাণ কমপেিটর ফলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ২০১৫ সালের তুলনায় এ হার কমতে থাকে। প্রতি বছর প্রায় ৪০ হাজার পরিবার একজন করে গৃহকর্মী নিয়ে থাকে। অনেক তরুণ-তরুণী তাদের ইংরেজীর দক্ষতা বাড়াতে ও ভ্রমণে আগ্রহী থাকে।
×