ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাঁতারের আয়রন লেডি হসজুর হুঙ্কার

প্রকাশিত: ০৬:২৫, ২১ জুলাই ২০১৭

সাঁতারের আয়রন লেডি হসজুর হুঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ হাঙ্গেরির অলিম্পিক চ্যাম্পিয়ন কাতিনকা হসজু। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে ইতোমধ্যেই নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। সাঁতারের ‘আইরন লেডি’ হিসেবে পরিচিত এই তারকার লক্ষ্য এখন নিজেদের দেশে অনুষ্ঠিত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে মেলে ধরা। এ বিষয়ে ২৮ বছর বয়সী কাতিনকা হসজু বলেন, ‘নিজেদের সমর্থকদের সামনে পারফর্ম করাটা সবসময়ই বিশেষ কিছু।’ ডুনা এ্যারিনাতে মাসের পর মাস অনুশীলন করেন হসজু। আর প্রিয় পুলেই এবার প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে নামতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে হসজু নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এখানকার সবকিছুই আমার বেশ চেনা। এবার তারাই আমাকে আর আমিও তাদের স্বাগত জানাবো। নিজেদের দেশের সমর্থকদের সামনে এবং নিজের দেশের পুলে পারফর্ম করতে গেলে সবসময়ই কিছু না কিছু সুবিধা পাওয়া যায়।’ তবে এটা যে তাকে চাপেও রাখবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিভিন্ন ইভেন্টে বিশ্বরেকর্ড গড়া এই হাঙ্গেরিয়ান তারকা বলেন, ‘এখানকার পুল খুবই সুন্দর। তবে এটাও ঠিক যে এখানে হাঙ্গেরিয়ান সমর্থকদের সামনে আমাকে কিছুটা চাপের মধ্যেও থাকতে হবে। যাই হোক নিজেদের সমর্থকদের নিশ্চিত আমার সেরাটাই উপহার দিতে চাই।’ ১৭তম ফিনা বিশ্বচ্যাম্পিয়নশিপে ২০০ এবং ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে অংশগ্রহণ করবেন কাতিনকা হসজু। এছাড়া ১০০ ও ২০০ মিটার ব্যাকস্ট্রোক, ২০০ মিটার ফ্রিস্টাইল এবং ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টেও অংশগ্রহণ করবেন আইরন লেডি। হসজু এই মুহূর্তে হাঙ্গেরির সবচেয়ে সফল ক্রীড়াবিদ। ইতিহাসের প্রথম মিলিয়ন ডলারের সাঁতারুও তিনি। তবে হসজুর দুঃখ, যদি কখনও পদক জিততে না পারেন। এ প্রসঙ্গে হাঙ্গেরিয়ান সাঁতারু বলেন, ‘এটা খুবই বিচলিত করে আমাকে, যদি কখনও পদক জিততে ব্যর্থ হই। গত বছর রিও অলিম্পিকের তিন ইভেন্টেই স্বর্ণপদক জয়ের স্বাদ পান তিনি।
×