ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অস্ত্র মামলায় আরও দুই জনের সাক্ষ্য

প্রকাশিত: ০৪:১৪, ২১ জুলাই ২০১৭

অস্ত্র মামলায় আরও দুই জনের সাক্ষ্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় বৃহস্পতিবার সাক্ষ্যপ্রদান করেছেন আরও দু’জন। তারা হলেন নগর গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাক আহমেদ এবং পথচারী জাফর আহমেদ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহে নুরের আদালতে এই সাক্ষ্য গৃহীত হয়। একই দিনে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। দেশজুড়ে আলোচিত মিতু হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা এবং রিক্সাচালক মনির হোসেন এ অস্ত্র মামলার আসামি। মুনিরের কাছ থেকেই অস্ত্র উদ্ধার করা হয়েছিল, যা তার জিম্মায় রেখেছিল ভোলা। অস্ত্র আইনের ধারায় সিএমপির বাকলিয়া থানায় দায়ের হওয়া এ মামলার চার্জশীট গত ২৮ জুলাই আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মহিম উদ্দিন। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এসআই মোস্তাক আহমেদ এবং পথচারী জাফর আহমেদ সাক্ষ্য প্রদানের পর আসামিপক্ষের কৌঁসুলিরা তাদের জেরা করেন। এর আগে গত ২৭ মার্চ সাক্ষ্য প্রদান করেন মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোঃ কামরুজ্জামান। আগামী ২২ আগস্ট মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন আদালত। তিন লাখ টাকা ছিনতাই নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ২০ জুলাই॥ মৌলভীবাজারে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র দিয়ে আহত করে নগদ ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মৌলভীবাজার শহরতলির জুগিডরস্থ পৌর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। পাঁচ মাছচাষীকে পুরস্কৃত নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২০ জুলাই ॥ ‘মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য পাঁচজনকে পুরস্কৃত করা হয়েছে। এসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ হোসেন। জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। মাছ চাষে বিশেষ অবদানের জন্য শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদীর সোহেল মিয়াজী, মৎস্যজীবী লীগের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, কার্পজাতীয় মাছের মিশ্র চাষে অহিদুজ্জামান পাটওয়ারী, এসএম কবির ও নিরবকে আয়োজক কমিটির পক্ষ থেকে পুরস্কার ও সনদপত্র দেয়া হয়। মুক্তিযোদ্ধাদের অনুদান নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ জুলাই ॥ বৃহস্পতিবার বেলা ১১টায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রয়াত মুক্তিযোদ্ধা নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মরহুম সামসুল হকের মুক্তিযোদ্ধা ভাতার সমুদয় অর্থ অনুদান হিসেবে মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়। প্রয়াত মুক্তিযোদ্ধা সামসুল হকের স্ত্রী সাবেক এমপি শাহিন মনোয়ারা হক আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করেন। শহরের যমুনা হোটেল মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডার হারুন-অল-রশিদ।
×