ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৭ বছরে বাড়েনি কর জিডিপির অনুপাত

প্রকাশিত: ০৫:৫৯, ২০ জুলাই ২০১৭

৭ বছরে বাড়েনি কর জিডিপির অনুপাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সাত বছরে কর জিডিপি অনুপাত এক শতাংশও বাড়াতে পারেনি সরকার। বর্তমানে যা আটকে আছে ১১ শতাংশে। অথচ, ২০২১ সাল নাগাদ মধ্য আয়ের দেশ হতে ৪ বছরে তা নিতে হবে অন্তত ১৩ শতাংশে। নতুন বাজেটে এই খাতে বড় সংস্কারের উদ্যোগ নেয়া হলেও তা মুখ থুবড়ে পড়েছে নানা জটিলতায়। তাই অর্থনীতিবিদদের সংশয় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে। দেশের অর্থনীতির আকারের তুলনায় সরকারের রাজস্ব আহরণের পরিমাণকে সহজভাবে দেখানো হয় কর জিডিপির অনুপাত দিয়ে। যাতে প্রতিফলিত হয় অর্থনীতির স্বাস্থ্য, এমনকি ভবিষ্যত পরিকল্পনার রূপরেখাও। কিন্তু এ দেশের বাস্তবতা হলো, আনুপাতিক হার হিসাব করলে সরকারী আয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। অবস্থার উন্নয়নে দীর্ঘদিন ধরে উদ্যোগী সরকারও। কিন্তু, গত সাত বছরে পার করা যায়নি ১১ শতাংশের ঘর। অথচ লক্ষ্যমাত্রা হলো, ২০২১ সালে নিয়ে যেতে হবে অন্তত ১৩ শতাংশে। কিন্তু কিভাবে? অর্থনীতিবিদদের মতে, চলতি অর্থবছরের বাজেটে ভ্যাট আইন বাস্তবায়নের পথে হোঁচট খেয়েছে সরকার। তাই এই লক্ষ্যমাত্রাও থাকবে ধরাছোঁয়ার বাইরে। নতুন ভ্যাট আইনকে সামনে রেখে বাড়ানো হয়েছিল বাজেটের আয়তন। একই সঙ্গে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও। কিন্তু এরই মধ্যে সেখানে বড় ধরনের কাঁটছাঁটের আভাস দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী। দরকারি অর্থ সংগ্রহ নিয়ে দুশ্চিন্তা বেড়েছে অর্থমন্ত্রীরও। তাই খোঁজা হচ্ছে নতুন নতুন ক্ষেত্র। কিন্তু অনেকের মতে আয়ের ক্ষেত্র বাড়ানোর এমন উদ্যোগ খুব বেশি কাজে আসবে না কর জিডিপি অনুপাতকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে। তাই নিতে হবে আরও কার্যকর উদ্যোগ। মধ্যম আয়ের দেশে উন্নীত হতে কর রাজস্বে বড় ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। গৃহ ঋণের সুদের হার কমানোর দাবি রিহ্যাবের অর্থনৈতিক রিপোর্টার ॥ গৃহ ঋণে সুদের হার বর্তমান রেট থেকে আরও কমিয়ে আনার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সেই সঙ্গে এ খাতে ঋণের সুবিধা জনগণের জন্য আরও সহজ করার দাবি জানানো হয়েছে। সরকারী গৃহ ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচএফসি) কাছে এ দাবি জানিয়েছেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন)। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের এক আলোচনা সভায় এই দাবি উত্থাপন করেন রিহ্যাব নেতৃদ্বয়। এ সময় বিএইচএফসির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তীসহ ওই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় রিহ্যাব নেতৃদ্বয় শ্রমিক আবাসন ঋণ প্রদানের জন্য বিএইচএফসির নিকট সুপারিশ করেন। একই সঙ্গে প্রস্তাবিত কৃষক আবাসন ঋণ দ্রুত চালু করার পাশাপাশি সব কাগজপত্র জমা দেয়ার পর দুই সপ্তাহের মধ্যে গৃহ ঋণ মঞ্জুর করারও দাবি জানান।
×