ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:৪৮, ২০ জুলাই ২০১৭

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা

তেহরান দু’বছর আগে স্বাক্ষরিত যুগান্তকারী পারমাণবিক চুক্তি মেনে নিচ্ছে বলে ওয়াশিংটন স্বীকার করার ঠিক কয়েক ঘণ্টা পর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীর বিষয়ে দেশ দু’টি মঙ্গলবার প্রতিশোধস্বরূপ পরস্পরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর এএফপির। যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ ঘোষণা করার পর ইরান পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করে। তেহরান এ নিষেধাজ্ঞাকে অর্থহীন ও বেআইনী বলে উল্লেখ করে আমেরিকানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানী জনগণ ও এ অঞ্চলের অন্যান্য মুসলিম দেশের জনগণের বিরুদ্ধে। বিপ্লবী গার্ড কোরের এ্যারোস্পেস শাখা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচীর প্রধান জেনারেল আমির আলি হাজিজাদেহ বলেছেন, আমেরিকানরা ইরানের সামর্থ ও শক্তিকে দুর্বল করে দিতে চায়। আমরা তাই পারস্পরিক পদক্ষেপ নেয়ার প্রস্তাব করছি। ইরানের পার্লামেন্টে ক্ষেপণাস্ত্র কর্মসূচী ও বিপ্লবী গার্ডের ফরেন অপারেশন শাখা কুদস ফোর্সের জন্য অতিরিক্ত অর্থায়নে ভোটাভুটি হয়। এ অঞ্চলে অসন্তোষ উসকে দেয়ার জন্য কুদস ফোর্সের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ওয়াশিংটনের।
×