ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে হিন্দু পরিবারকে নির্যাতন ॥ আহত ৪

প্রকাশিত: ০৬:৪২, ১৯ জুলাই ২০১৭

পার্বতীপুরে হিন্দু পরিবারকে নির্যাতন ॥ আহত ৪

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৮ জুলাই ॥ পার্বতীপুরে জমি-জমা সংক্রান্ত ঘটনায় একটি হিন্দু পরিবার চরম নির্যাতনের শিকার হয়েছে। সোমবার রাত ১০টা থেকে সোয়া ২টা পর্যন্ত প্রতিপক্ষের আক্রমণ ও হামলায় এই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়ে এখন স্থানীয় হেলথ কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত হয়েছে নন্দলাল মহন্ত, দুই পুত্রবধূ তাপশী রানী ও লিপি মহন্ত, ছেলে অনুকূল মহন্ত। ঘটনাটি ঘটেছে বেলাইচন্ডি ইউনিয়নের শ্রীরামপুর বাঘাচোরা গ্রামে। ক্ষতিগ্রস্ত নন্দলালের পরিবার জানায়, উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের শ্রীরামপুর বাঘাচোরা মৌজার ৭১৫ খতিয়ানের ৩৮ শতক জমির তারা পৈত্রিক সূত্রে মালিক নন্দলাল, প্রসন্ন ও বিমল মোহন্ত। তবে এই জমি অবৈধ পন্থায় মালিক সেজে এতদিন ভোগদখল করে আসছিলেন একই গ্রামের মৃত ওসমান আলী ও মৃত্যুর পর তার ছেলে সন্তানরা। তারা স্থানীয় ভূমি অফিসের একশ্রেণীর অসাধু কর্মচারীর সহায়তায় জমির খারিজ ও সেটেলমেন্টের মাঠ জরিপে পরচা পর্যন্ত তাদের নামে করে। দীর্ঘদিন পরে এ সম্পত্তি পুনরুদ্ধার করে দখলস্বত্ব কায়েম করে তারা (সংখ্যালঘু পরিবারের সদস্যরা)। পুনরায় পাল্টা হামলা করে দখল নিতে গেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গেলে চোখে পড়ে দখল টিকে রাখতে তারা (সংখ্যালঘু পরিবারের সদস্যরা) বিরোধীয় সম্পত্তির আম বাগানে বিছানা পেতে অবস্থান নিয়েছে। তারা জানান, তাদের জীবনের নিরাপত্তা নেই। প্রতিপক্ষরা প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। যে কোন মুহূর্তে হামলা ও পরিবারের মহিলাদের ইজ্জতহানীর আশঙ্কায় তারা সংকিত।
×