ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার শাস্ত্রীর কাছে শচীন-সৌরভদের হার

জহির নয়, বোলিং কোচ ভরত অরুণ

প্রকাশিত: ০৬:২৭, ১৯ জুলাই ২০১৭

জহির নয়, বোলিং কোচ ভরত অরুণ

স্পোর্টস রিপোর্টার ॥ কার্যত শচীন-সৌরভদের টেক্কা দিলেন রবি শাস্ত্রী। দাবার ঘুঁটি উল্টে দিলেন সাবেক ডিরেক্টর ও তুখোড় এই ধারাভাষ্যকার। হট নিউজ, জহির খান নন, শাস্ত্রীর পছন্দ মতো ভরত অরুণ হলেন ভারতের বোলিং কোচ। বিস্ময়কর বৈকি। অনেক নাটকীয়তার পর সম্প্রতি শচীন টেন্ডুলকর-সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণদের নিয়ে গঠিত কোচ বাছাই কমিটি শাস্ত্রীকে প্রধান কোচ হিসেবে বেছে নেয়, বোলিংয়ের জন্য জহিরের নাম সুপারিশ করা হয়। কিন্তু শাস্ত্রীর ইচ্ছার কাছে নতিস্বীকার করে ভরতকে নিয়োগ দিল ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কোচিং প্যানেলের নাম ঘোষণা করা হয়। এখন থেকে বিশ্বের ক্ষমতাধর দেশটির জাতীয় ক্রিকেট দলের চার মাস্টারমশাই হলেনÑ রবি শাস্ত্রী (প্রধান কোচ), সঞ্জয় বাঙ্গার (সহকারী কোচ), ভরত অরুণ (বোলিং কোচ) এবং আর শ্রীধর (ফিল্ডিং কোচ)। শচীন-সৌরভদের উপদেষ্টা কমিটির সিদ্ধান্তকে কার্যত নকআউট করে নিজের পছন্দের ভরত অরুণকেই ভারতীয় দলের বোলিং কোচ করে ছাড়লেন নবনিযুক্ত হেড স্যার রবি শাস্ত্রী। এর সঙ্গে ভারতীয় দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত করা হলো সঞ্জয় বাঙ্গারকে। আর ফিল্ডিং কোচ হলেন রামকৃষ্ণণ শ্রীধর। ভারতের শীর্ষ আদালত কর্তৃক নিযুক্ত ‘দ্য কমিটি অব এ্যাডমিনিস্ট্রেটরসে’র সেক্রেটারি অমিতাভ চৌধুরী জানান, ‘রবি শাস্ত্রী, সঞ্জয় বাঙ্গার, ভরত অরুণ আর শ্রীধরের সঙ্গে ২ বছরের চুক্তি করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আগামী ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত এই কোচিং স্টাফদের নিয়েই গোটা কাজ সম্পাদনা করবে ভারতীয় ক্রিকেট দল।’ বিসিসিআইয়ের এই ঘোষণার পর ভারতীয় দলের নবনিযুক্ত প্রধান কোচ শাস্ত্রী বলেন, ‘আমি নিজের কাছে খুবই পরিষ্কার। আমার টিম কি হবে আমি জানি। এবার এটাই আপনারা জানছেন।’ এরই সঙ্গে ক্রিকেট উপদেষ্টা কমিটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে শাস্ত্রী বলেন, ‘আমি ক্রিকেট এ্যাডভাইসরি কমিটির কাছে কৃতজ্ঞ। তারা আমাকে ভারতীয় দলের কোচ হিসেবে যোগ্যতম বলে মনে করেছেন এবং আমার ওপর দায়িত্ব সঁপেছেন, এই কারণে আমি সিএসি’র কাছে চিরকৃতজ্ঞ।’ জাহির খান এবং রাহুল দ্রাবিড় প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, ‘এটা সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত বিষয়। কে কতটা সময় ভারতীয় দলের জন্য দিতে পারছেন সেটাই আসল প্রশ্ন। তবে তাদের (জাহির খান এবং রাহুল দ্রাবিড়) যে কোনো পরামর্শকেই গুরুত্ব সহকারে গ্রহণ করবে দল।’ উল্লেখ্য, প্রধান কোচ হিসেবে শাস্ত্রীকে পছন্দ ছিল না সৌরভদের। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির চাওয়ার কাছে তাদের হার মানতে হয়। জহিরকে বোলিং কোচ আর রাহুলকে বিদেশের মটিতে ব্যাটিং পরামর্শক করার সুপারিশ ছিল। কিন্তু তিন গ্রেটকে এবার শাস্ত্রীর কাছেও হার মানতে হলো।
×