ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চকর শেষদিনের অপেক্ষায় কলম্বো টেস্ট

শ্রীলঙ্কার রেকর্ড, না জিম্বাবুইয়ের ইতিহাস?

প্রকাশিত: ০৬:২০, ১৮ জুলাই ২০১৭

শ্রীলঙ্কার রেকর্ড, না জিম্বাবুইয়ের ইতিহাস?

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে তোলপাড় ফেলে দেয়া জিম্বাবুইয়ের সামনে এবার ইতিহাস গড়ার হাতছানি। দেশে কিংবা বিদেশে, সাদা পোশাকে শ্রীলঙ্কার বিপক্ষে কখনও জয়ের স্বাদ পায়নি দলটি। কলম্বোয় একমাত্র টেস্ট জিততে আজ শেষদিনে গ্রায়েম ক্রেমারদের চাই ৭ উইকেট, শ্রীলঙ্কার ২১৮ রান। ৩৫৬ ও ৩৭৭-এর জবাবে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয় লঙ্কানরা। জয়ের জন্য লক্ষ্য ৩৮৮। শ্রীলঙ্কার মাটিতে চতুর্থ ইনিংসে এত রান করে ম্যাচ বের করার নজির নেই, সেটি করতে হলে দিনেশ চান্দিমালদের নতুন রেকর্ডই গড়তে হবে। শুরুটা অবশ্য দুর্দান্ত হয়েছে। ৪৮ ওভারেই ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে জমা করেছে ১৭০ রান। কুশল মেন্ডিস ৬০ ও এ্যাঞ্জেলো ম্যাথুজ ১৭ রান নিয়ে অপরাজিত আছেন। শ্রীলঙ্কায় চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৭৭ রানের লক্ষ্য তাড়ার রেকর্ড পাকিস্তানের। ২০১৫ সালে পালেকেল্লের সেই টেস্ট ৭ উইকেট জিতেছিল অতিথিরা। আর নিজেদের মাটিতে লঙ্কানরা সর্বোচ্চ ৩৫২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে ২০০৬ সালে পি সারা ওভালে। ইতিহাস, রেকর্ড, না জমজামাট সমাপ্তিÑ কলম্বো টেস্টের শেষদিনে আজ তারই ফয়সালা। চতুর্থদিন চা-বিরতির আগে খেলা ১৮ ওভার নিরাপদে কাটিয়ে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। দিমুথ করুনারতেœ, উপুল থারাঙ্গা অর্ধশত রানের জুটিতে দলকে এনে দেন ভাল সূচনা। তৃতীয় সেশনের শুরুতেই থারাঙ্গাকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন ক্রেমার। করুনারতেœকে ফিরিয়ে মেন্ডিসের সঙ্গে তার অর্ধশত রানের জুটি ভাঙ্গেন শন উইলিয়ামস। একটি চারে ৪৯ রান করা করুনারতেœ থামেন বোল্ড হয়ে। নতুন অধিনায়ক চান্দিমাল দলের ওপর চাপ বাড়িয়ে ফিরেন দ্রুত। ক্রেমারের বলে ধরা পড়েন হ্যামিল্টন মাসাকাদজার হাতে। দিনের বাকি সময়ে আর কোন ক্ষতি হতে দেননি মেন্ডিস-ম্যাথুস। আজ তাদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। চতুর্থদিন ৪৮ ওভারই স্পিনার দিয়ে করিয়েছেন ক্রেমার। শেষদিনেও স্পিনারদের ওপরই বেশি নির্ভর করবেন তিনি। ৬৭ রানে ২ উইকেট নেন ক্রেমার। উইলিয়ামস ১ উইকেট নেন ৬২ রানে। এর আগে আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৬ উইকেটে ২৫২ রান নিয়ে খেলা শুরু করে আরও ৩৯.১ ওভার ব্যাট করে ১২৫ রান যোগ করে জিম্বাবুইয়ে। আগেরদিন অর্ধশতক পাওয়া ম্যালকম ওয়ালার নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। ৬৮ রান করা মিডল অর্ডার ব্যাটসম্যানকে আউট করে ১৪৪ রানের জুটি ভাঙ্গেন দিলরুয়ান পেরেরা। দলের সংগ্রহ তিন শ’ পার হতেই ফিরেন রাজা। ৯৭ রান নিয়ে দিন শুরু করা ডানহাতি ব্যাটসম্যান এদিন যোগ করেন আরও ৩০ রান। ২০৫ বলে খেলা তার ১২৭ রানের ইনিংসটি গড়া ৯টি চার ও একটি ছক্কায়। রাজাকে বিদায় করে দ্বিতীয় ইনিংসেও পাঁচ ও ম্যাচে ১০ উইকেট নেন রঙ্গনা হেরাথ। প্রথম ইনিংসের মতো এবারও নবম উইকেটে অর্ধশত রানের জুটি উপহার দেন ডোনাল্ড ত্রিপানো। সঙ্গী ছিলেন ক্রেইগ আরভিন। ছিলেন অধিনায়ক ক্রেমার। দুইজনের ৫৬ রানের জুটিতে সাড়ে তিন শ’ পার হয় জিম্বাবুইয়ের সংগ্রহ। ৩১তম বার ইনিংসে পাঁচ ও অষ্টমবার ম্যাচে ১০ উইকেট পাওয়া হেরাথ ক্রেমারকে ফিরিয়ে ৩৭৭ রানে গুটিয়ে দেন জিম্বাবুয়েকে। প্রথম ইনিংসে ১১৬ রানে পাঁচ উইকেট নেয়া অভিজ্ঞ বাঁহাতি স্পিনার এবার ৬ উইকেট নেন ১৩৩ রানে।
×