ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড় জয়ে সমতায় ফিরল দ. আফ্রিকা

প্রকাশিত: ০৬:১৯, ১৮ জুলাই ২০১৭

বড় জয়ে সমতায় ফিরল দ. আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ ট্রেন্ট ব্রিজ টেস্টে ৩৪০ রানের বড় জয় পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। এ জয়ে চার টেস্টের সিরিজে ১-১এ সমতায় ফিরাল প্রোটিয়ারা। ৪৭৪ রানের অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সোমবার চতুর্থদিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয় ইংলিশরা। অতিথি বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে স্বাগতিক ব্যাটসম্যানরা একদম দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ ৪২ রান করেছেন এ্যালিস্টার কুক। মঈন আলি (২৭), বেন স্টোকস (১৮), জনি বেয়ারস্টো (১৬) ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। নতুন অধিনায়ক জো রুট আউট হয়েছেন ৮ রান করে। প্রোটিয়াদের হয়ে পেসার ভারনন ফিল্যান্ডার ও স্পিনার কেশব মহারাজ নিয়েছেন ৩টি করে উইকেট। ৩৩৫-এর পর ৯ উইকেটে ৩৪৩ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। আর প্রথম ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে যায় ২০৫ রানে। রবিবার চতুর্থদিন দক্ষিণ আফ্রিকা শুরু করেছিল ১ উইকেটে ৭৫ রান নিয়ে। অপরাজিত দুই ব্যাটসম্যান এলগার ও আমলা দলকে টানেন আরও অনেকটা। দ্বিতীয় উইকেটে দু’জনে গড়েছেন ১৩৫ রানের দুর্দান্ত জুটি। দু’জনই আউট হয়েছেন সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে। ৮০ রানে এলগারকে ফিরিয়ে জুটি ভেঙ্গেছেন দারুণ বোলিং করা বেন স্টোকস। আমলা এদিন ছিলেন অচেনা চেহারায়। সহজাত সব স্ট্রোকের ফুলঝুরি ছিল না, ছিল না দৃষ্টিনন্দন সব শটের মহড়া বরং উইকেটে পড়ে থেকেছেন। প্রতিপক্ষকে ক্লান্ত করে বাড়িয়েছেন রান। আমলার মানে তা দৃষ্টি সুখকর না হলেও দলের প্রয়োজনে দারুণ কার্যকর। প্রায় ৫ ঘণ্টায় ৮৭ রান করে এলবিডব্লিউ হয়েছেন লিয়াম ডসনের বাঁহাতি স্পিনে। এরপর দক্ষিণ আফ্রিকাকে টেনেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৬৩ করেছেন ৯ চারে। শেষদিকে ৩ চার ও ২ ছক্কায় ৪২ রান করেছেন ভার্নন ফিল্যান্ডার। দিনের শেষ ভাগে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট নিয়েছেন মইন আলি, স্টোকস দুটি। গত ১০ বছরে যে মাঠে হারেনি ইংল্যান্ড সেখানেই এবার সেই তোতো স্বাদ পেল কুলিন ইংলিশরা। ২৭ জুলাই ওভালে শুরু সিরিজের তৃতীয় টেস্ট।
×