ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডাক বিভাগের দায়িত্বহীনতা

ঠাকুরগাঁও থেকে ৫ মাসেও চিঠি আসেনি ঢাকায়

প্রকাশিত: ০৫:২০, ১৮ জুলাই ২০১৭

ঠাকুরগাঁও থেকে ৫ মাসেও চিঠি আসেনি ঢাকায়

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ জুলাই ॥ প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও ঠাকুরগাঁও থেকে পাঠানো গুরুত্বপূর্ণ ও মূল্যবান চিঠি দৈনিক জনকণ্ঠের প্রধান কার্যালয় ঢাকায় পৌঁছায়নি বাংলাদেশ ডাকা বিভাগ। বার বার অভিযোগ করার পরও ওই চিঠির সন্ধান দিতে পারেনি এ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্র্তারা। কর্তৃপক্ষের অনিয়ম, খামখেয়ালীপনা, উদাসীনতা ও অবহেলাকে দায়ী করে অসংখ্য পেশাজীবী ডাক বিভাগে নানান হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ডাকঘর থেকে গ্যারান্টিযুক্ত এক্সপ্রেস পোস্ট-জিইপি’র মাধ্যমে বিজ্ঞাপন ম্যানেজার, দৈনিক জনকণ্ঠ, ২৪/এ রাশেদ খান মেনন রোড/নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০, এই ঠিকানায় গুরুত্বপূর্ণ ও মূল্যবান চিঠি বুকিং দেন পত্রিকার ঠাকুরগাঁওয়ের নিজস্ব সংবাদদাতা (যার বুকিং নং- ৫০, তারিখ ২২/০২/১৭)। কিন্তু শনিবার পর্যন্ত ওই চিঠিটি যথা ঠিকানায় বিলি দেয়নি ডাক বিভাগ। পরবর্তীতে চিঠিটি উদ্ধারসহ সন্ধান দিতে ঠাকুরগাঁও পোস্ট মাস্টার ও ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল, দিনাজপুর বিভাগের কাছে কমপক্ষে দশবার লিখিত আবেদন ছাড়াও মোবাইল ফোনে অনুরোধ করা হয়েছে। কিন্তু পাঁচ মাসেও চিঠিটি উদ্ধারে কর্তৃপক্ষ কোন গুরুত্ব দিচ্ছেন না। এ বিষয়ে ঠাকুরগাঁও পোস্ট মাস্টার সফিকুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে চিঠিটি উদ্ধারের জন্য আমি আমার উর্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি এবং ফোনে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এ বিষয়টি নিয়ে আমি এখন বিব্রতবোধ করছি। এ বিষয়ে দিনাজপুর বিভাগীয় ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এ কে আজাদ আল শামসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি চিঠিটি উদ্ধারের চেষ্টা করছেন বলেই সংযোগ বিচ্ছিন্ন করেন।
×