ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইমোজি দিবসে লোল ইমোজি শীর্ষে

প্রকাশিত: ০৩:৫৭, ১৮ জুলাই ২০১৭

ইমোজি দিবসে লোল ইমোজি শীর্ষে

বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং মেসেঞ্জার ব্যবহারকারীদের কাছে ইমোজি বেশ জনপ্রিয়। কেননা অনেক সময় নিজের মনের ভাব লিখে প্রকাশের চেয়ে ইমোজি দিয়ে প্রকাশ করাটা বেশ সহজ এবং মজাদারও বটে। এতে সময়ও অনেক কম লাগে। বর্তমানে শুধু এক ফেসবুকেই প্রতিদিন ৫ কোটি ইমোজি ব্যবহার হয়ে থাকে এবং ফেসবুক মেসেঞ্জারে ইমোজির ব্যবহার প্রতিদিন ৫০০ কোটি। ১৭ জুলাই ছিল বিশ্ব ইমোজি দিবস। দিবসটি উদ্যাপন করতে ফেসবুকে কোন ইমোজি সবচেয়ে বেশি ব্যবহার হয়, তার একটি তালিকা প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিশ্বজুড়ে ফেসবুকে সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজি হচ্ছে লোল (ফেস উইথ টিয়ার্স অব জয়) ইমোজি। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ট আইস ইমোজি এবং তৃতীয় অবস্থানে রয়েছে কিসিং ইমোজি। -অর্থনৈতিক রিপোর্টার উইন্ডোজ যুগের পরিসমাপ্তি তীব্র প্রতিযোগিতাপূর্ণ স্মার্টফোন বাজার থেকে মুখ ফিরিয়ে নিল মাইক্রোসফট। নতুন করে উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেমের জন্য আর কোন আপডেট আনবে না প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ ঘোষণা দেয় মার্কিন সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট। ফলে স্মার্টফোন বাজার সংশ্লিষ্ট অনেকেই বলছেন উইন্ডোজ ফোনের দিন শেষ। খবর বিজনেস ইনসাইডার। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ফোন ৮.১ চালিত ডিভাইস ব্যবহারকারীদের জন্য নতুন কোন সফটওয়্যার হালনাগাদ সরবরাহ করা হবে না। এখন থেকে কেউ উইন্ডোজ ফোন ৮.১ চালিত ডিভাইস ব্যবহার করলে নিরাপত্তার দায়িত্ব ব্যবহারকারীকেই নিতে হবে। সর্বশেষ তথ্যমতে, প্রায় ৮০ শতাংশ উইন্ডোজচালিত ফোন এখনও উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ বা উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে চলছে। এবার আনুষ্ঠানিকভাবে এই ডিভাইসগুলোয় আপডেট বন্ধ করেছে মাইক্রোসফট। তাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও এর মাধ্যমে উইন্ডোজ যুগের পরিসমাপ্তি ঘটল। অর্থনৈতিক রিপোর্টার
×