ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৬:০৫, ১৬ জুলাই ২০১৭

বিসিএস কর্নার

১. পারদের ঘনত্ব কত কি.গ্রা./ঘন মি.? ক. ১১৩০০ খ. ১৩৬০০ গ. ২১৫০০ ঘ. ১৯৩০০ ২. আপেক্ষিক গুরুত্বের একক কি? ক. গ্রাম/মি.৩ খ. গ্রাম/মি.২ গ. কিলোগ্রাম/মি.৩ ঘ. কোন একক নেই ৩. গভীরতা বাড়লে তরলের চাপ কি হয়? ক. কমে খ. একই থাকে গ. বাড়ে ঘ. প্রথমে কমে পরে বাড়ে ৪. চ= তরলের চাপ, ফ= তরলের ঘনত্ব য= গভীরতা, ম= অভিকর্ষজ ত্বরণ হলে চাপ=? ক. চ= যফম খ. চ= য/মফ গ. চ= যম/ফ ঘ. চ=য২ফম ৫. তরল বস্তুর ভাসনের শর্ত কি? ক. তরলে ভাসমান বস্তু নিজ ওজনের সমান ওজন বিশিষ্ট তরল অপসারণ করবে খ. বস্তুর ভারকেন্দ্র ও প্লবতাকেন্দ্র একই উলম্বরেখায় থাকবে গ. ক ও খ উভয়ই ঘ. তরলে ভাসমান বস্তু নিজ ওজনের থেকে কম ওজন বিশিষ্ট তরল অপসারণ করা ৬. কোন্ যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়? ক. স্পেকট্রোমিটার খ. হাইড্রোফোনোমিটার গ. স্ট্রাটোমিটার ঘ. হাইড্রোমিটার ৭. এসআই পদ্ধতিতে চাপের একক কি? ক. পাস্কাল খ. নিউটন গ. ডাইন ঘ. ঘন ডাইন ৮. প্লবতা কোন দিকে কাজ করে? ক. পার্শ্বমুখী খ. নিম্নমুখী গ. উর্ধমুখী ঘ. উভমুখী ৯. ০০ঈ এর ১১পপ জল জমে গেলে কত পপ আয়তনের বরফ হবে ক. ১০পপ খ. ১১পপ গ. ১২ পপ ঘ. ১৩পপ ১০. আর্কিমিডিসের নীতি গ্যাসের ক্ষেত্রে...? ক. প্রযোজ্য খ. প্রযোজ্য নয় গ. মাঝে মাঝে প্রযোজ্য ঘ. শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য ১১. তাপ একটিÑ ক. উভউমুখী রাশি খ. স্কেলার রাশি গ. ভেক্টর রাশি ঘ. একক রাশি ১২. তাপশক্তির মাত্রা কি? ক. গ২খঞ খ. গ-২খ২ঞ গ. গখ২ঞ২ ঘ. গখঞ ১৩. ঝও পদ্ধতিতে জলের আপেক্ষিক কত? ক. ৪০০০ জুল/কেজি কেলভিন খ. ৪১০০ জুল/কেজি কেলভিন গ. ৪২০০ জুল/কেজি কেলভিন ঘ. ৪৩০০ জুল/কেজি কেলভিন ১৪. সিজিএস এককে বরফের আপেক্ষিক তাপ কত? ক. ০.৩ ক্যালরি/গ্রাম/০ঈ খ. ০.৪ ক্যালরি/গ্রাম/০ঈ গ. ০.২ ক্যালরি/গ্রাম/০ঈ ঘ. ০.৫ ক্যালরি/গ্রাম/০ঈ ১৫. জলের আপেক্ষিক তাপ দুধের থেকে বেশি, সমপরিমাণ জল ও দুধকে একই হারে তাপ দিলে কে আগে গরম হবে? ক. দুধ খ. জল গ. দুটিই একসঙ্গে ঘ. নির্ধারণ করা সম্ভব না ১৬. ... তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? ক. তেল খ. জল গ. গ্লিসারিন ঘ. ঐঈও ১৭. কোন বস্তুর তাপগ্রহীতা ২০০ ঈএঝ একক হলে তার জলসম কত? ক. ২০০ গ্রাম খ. ১০০ গ্রাম গ. ৪০০ গ্রাম ঘ. ৩০০ গ্রাম ১৮. একটি ধাতব টেবিলের ওপর রাখা গরম কফির কাপ কোন পদ্ধতিতে তাপ বর্জন করে ক. পরিবহন বিকিরণ খ. পরিচলন ও বিকিরণ গ. পরিবহন ও পরিচলন ঘ. পরিবহন, পরিচলন, বিকিরণ ১৯. একটি কাপে রাখা চা ৯০০ঈ থেকে ৮০০ঈ নামতে ১ মিনিট সময় লাগে, এই চা ৭০০ঈ থেকে ৬০০ঈ নামতে কত সময় নেবে? ক. ১ মিনিটের কম সময় খ. ১ মিনিট সময় গ. ১ মিনিটের বেশি সময় ঘ. ১/২ মিনিট সময় ২০. ঘাম সবচেয়ে বেশি হয় যখনÑ ক. বায়ু শুষ্ক থাকে ও উষ্ণতা বেশি হয় খ. বায়ু আর্দ্র হয় ও উষ্ণতা বেশি থাকে গ. বায়ু আর্দ্র থাকে ও উষ্ণতা কম ঘ. বায়ু শুষ্ক থাকে ও উষ্ণতা কম হয় ২১. অপদ্রব মেশানো হলে পদার্থের গলনাক... ক. কমে খ. একই থাকে গ. বাড়ে ঘ. প্রথমে কমে পরে বাড়ে ২২. বায়ুম-লে জলীয় বাষ্পের ধারণক্ষমতা ক. উষ্ণতার প্রভাব মুক্ত খ. উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায় গ. উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় ঘ. উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পরিবর্তিত হয় ২৩. খনি গর্ভে জলের স্ফুটানাঙ্ক... ক. কমে খ. একই থাকে গ. বাড়ে ঘ. প্রথমে কমে পরে বাড়ে ২৪. ৩:১ অনুপাতে বরফ গুঁড়া ও লবণ মিশিয়ে যে হিমমিশ্র তৈরি হয় তার উষ্ণতা কত? ক. -১০০ঈ খ. -২৩০ঈ গ. -১০ঈ ঘ. ০০ঈ ২৫. বিশুদ্ধ জল ও লবণ জলÑ এদের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি? ক. বিশুদ্ধ জল খ. লবণ জল গ. দুটোই সমান ঘ. নির্দিষ্ট করে বলা যায় না। উত্তর : ১. খ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ক ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. খ।
×