ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদের জন্মবার্ষিকী উদ্যাপন

প্রকাশিত: ০৫:২১, ১৬ জুলাই ২০১৭

বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদের জন্মবার্ষিকী উদ্যাপন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ জুলাই ॥ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-কুমিল্লার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খানের ১০৩তম জন্মবার্ষিকী ও বার্ডের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বার্ড কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার দিনব্যাপী ড. আখতার হামিদ খানের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোচনা সভা, সেমিনার, প্রবন্ধ উপস্থাপন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। বার্ডের মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদারের সভাপতিত্বে সেমিনারে ‘ড. আখতার হামিদ খান, তাঁর আদর্শের মানচিত্র’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের যুগ্ম পরিচালক (সাধারণ প্রশাসন) মিলন কান্তি ভট্টাচার্য। এতে বক্তব্য রাখেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) ড. স্বপন কুমার দাসগুপ্ত, পরিচালক (পল্লী শিক্ষা) ড. মাসুদুল হক চৌধুরী, পরিচালক ড. এ. কে শরীফউল্লাহ, উপ-পরিচালক ড. জিল্লুর রহমান পল প্রমুখ। বংশাই নদীর নবনির্মিত ব্রিজ হুমকিতে নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৫ জুলাই ॥ ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ত্রিমোহন বংশাই নদীর ওপর আলহাজ একাব্বর হোসেন সেতুটি এখন হুমকির মুখে। প্রতিদিন বংশাই নদী দিয়ে চলাচলকারী বালু ভর্তি ট্রলার ব্রিজের পিলারে আঘাত করায় ব্রিজটি হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে বালুভর্তি তিনটি ট্রলারের ধাক্কায় ব্রিজের কয়েকটি পিলারে ফাটল ধরে রড বেরিয়ে গেছে এবং দুটি ট্রলার ডুবে গেছে বলে স্থানীয় প্রকৌশল অফিসের সূত্র জানিয়েছে। মির্জাপুর উপজেলার পাহাড়ী এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত প্রকল্প হিসেবে মির্জাপুর পাথরঘাটা রাস্তার ত্রিমোহন এলাকায় বংশাই নদীতে ১২ কোটি টাকা ব্যয়ে তিনশ’ মিটার গার্ডার ব্রিজটি নির্মাণ করা হয়। গত বছর ৪ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি ব্রিজটি উদ্বোধন করেন।
×