ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন মিশন শুরু ম্যারাডোনার

প্রকাশিত: ০৬:৪৯, ১৫ জুলাই ২০১৭

নতুন মিশন শুরু ম্যারাডোনার

স্পোর্টস রিপোর্টার ॥ গত মে মাসেই ঘোষণাটা দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরার কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এই সপ্তাহ থেকেই দলের সঙ্গে যোগ দিলেন ৫৬ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। চতুর্থ স্থানে থেকে গত মৌসুমে প্রথম বিভাগ শেষ করেছিল আল ফুজাইরা। এবার সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসার লক্ষ্যেই ম্যারাডোনাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু নতুন মৌসুমে এখন পর্যন্ত চার বিদেশী খেলোয়াড়কে নিশ্চিত করতে পারেনি আল ফুজাইরা। বর্তমানে কেবল লেবাননের ফরোয়ার্ড হাসান মাতৌকই খেলার জন্য প্রস্তুত রয়েছেন। প্যাট্রিক ইজির ভবিষ্যত এখনও অনিশ্চয়তার ভেলায় ভাসছে। কেননা গত বছর নাইজেরিয়ার এই স্ট্রাইকার ধারে খেলেছেন সৌদি আরবের ক্লাব আল কাদিসিয়াতে। তাই পূর্ণ স্কোয়াড গড়ার জন্য ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ম্যারাডোনার। কেননা এই মাসের শেষের দিকেই যে হল্যান্ডে ক্যাম্প করার কথা রয়েছে তাদের। এর আগেও আরব আমিরাতে কোচের দায়িত্ব পালন করেছিলেন ম্যারাডোনা। আরব আমিরাত ভিত্তিক ক্লাব আল ওয়াসেলের হয়ে ২০১১ সাল থেকে এক বছর কাটিয়েছিলেন তিনি। কিন্তু ২০১২ সালের জুলাইয়ে তাকে ছাটাই করে ক্লাব কর্তৃপক্ষ। এরপর পার হয়ে গেছে দীর্ঘ ৫ বছর। শুধু তাই নয়, ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আর্জেন্টাইন জাতীয় ফুটবল দলের দায়িত্বেও ছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। খেলোয়াড় হিসেবে ম্যারাডোনা সফল। কিন্তু ভাল খেলোয়াড় মানেই যে ভাল কোচ নয়, সেটার সবচেয়ে বড় উদাহরণ তিনিই। কোচ হিসেবে তার অধীনে ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। সেবার জার্মানির কাছে ৪-০ গোলে হেরেছিল তারা। এরপর সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের দায়িত্ব নিয়েও ব্যর্থ হন তিনি। সেবার দেশের ঘরোয়া লীগ শেষ করেন পয়েন্ট টেবিলের আট নম্বরে থেকে। তবে নতুন ক্লাবের কোচ হয়ে কেমন করবেন ম্যারাডোনা? ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×