ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

‘ব্রিজিত, আপনার শারীরিক গঠন খুব সুন্দর’

প্রকাশিত: ০৫:৪৫, ১৫ জুলাই ২০১৭

‘ব্রিজিত, আপনার শারীরিক গঠন খুব সুন্দর’

ফ্রান্সের প্রেসিডেন্টপতœী ব্রিজিত ম্যাক্রোঁর শারীরিক গঠনের প্রশংসা করায় ডোনাল্ড ট্রাম্পকে যৌনতামূলক বক্তব্য দেয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে গিয়ে বৃহস্পতিবার ফ্রান্সের সরকারী ফেসবুকে ব্রিজিতকে সুঠাম শারীরিক গঠনের অধিকারী বলে মন্তব্য করেন। ইউরোপজয়ী বীর নেপোলিয়ন বোনাপার্ট এবং ফ্রান্সের কৃতী সন্তানদের সমাধিস্থলের কাছে নির্মিত হোটেল ভেন্স ইনভেলিভেসে ট্রাম্পের সঙ্গে ম্যাক্রোঁ ও ব্রিজিত ম্যাক্রোঁর প্রথম সাক্ষাত হয়। সমাধিস্থল পরিদর্শন শেষে ট্রাম্প ফরাসী ফার্স্টলেডির দিকে অঙ্গুলি নির্দেশ করে পুনরায় বলেন, ‘আপনার শারীরিক গঠন খুব সুন্দর।’ এ কথা তিনি ম্যাক্রোঁকেও বলেন। এরপর তিনি ব্রিজিত ম্যাক্রোঁর দিকে ফিরে বলেন, ‘সুন্দর’। তবে এর জবাবে ব্রিজিত ম্যাক্রোঁ কী বলেন তা বোঝা যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিওচিত্র দেখে অনেকেই এটিকে ফ্রান্সের ফার্স্টলেডির প্রতি ট্রাম্পের যৌনতাপূর্ণ মন্তব্য বলে নিন্দা জানান। ব্রিজিতের বয়স বর্তমানে ৬৪ এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বয়স ৩৯, অপরদিকে ট্রাম্পের বর্তমান ৭১ এবং স্ত্রী মেলানিয়ার বয়স ৪৭। উভয় দম্পতির মধ্যে বয়সের পার্থক্য যথাক্রমে ২৫ ও ২৪ বছর। সে বিবেচনায় ট্রাম্পের সঙ্গে ব্রিজিত ম্যাক্রোঁর বয়সের পার্থক্য ৭ বছর। এখন ট্রাম্প কোন দৃষ্টিভঙ্গিতে ব্রিজিতকে নিয়ে মন্তব্য করলেন তা কেবল তিনিই বলতে পারেন। তবে অতীতের দিকে তাকালে ট্রাম্প কখনও নারীদের শ্রদ্ধার চোখে দেখেছেন বলে জানা যায়নি। সব সময়ই তার কথাবার্তায় নারী যে একটি ভোগ্যপণ্য এমন অভিব্যক্তিই প্রকাশ পেয়েছে, যার দরুণ প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেক অনুষ্ঠানের দিনও বিশ্বব্যাপী নারী সংগঠন এবং লাখ লাখ নারী বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। ফ্রান্সের ফার্স্টলেডিকে নিয়ে মন্তব্য করায় এলেক্সবার্গ নামের এক টুইটার ব্যবহারকারী, লেখক ও ফ্রিল্যান্স চিত্র নির্মাতা যিনি নারী অধিকার ও জেন্ডার ইস্যু নিয়েও কাজ করেনÑ তিনি তার টুইটে লেখেন, ট্রাম্প যা বলেছেন, তা সৌজন্য প্রকাশার্থে প্রশংসামূলক কথা ও যৌন হয়রানিমূলক ইঙ্গিতের মধ্যে যে সীমারেখা আছে তা অতিক্রম করে যায়। তার এ মন্তব্যে সৌন্দর্যের প্রকাশ নয়, বরং নারীদেহের ওপর পুরুষালী কর্তৃত্বের প্রচ্ছন্ন দম্ভ আছে। জেন সিবেল নিউসম নামের একজন অভিনেত্রী ও প্রামাণ্যচিত্র নির্মাতা তার টুইটারে বলেন, জনাব ট্রাম্প, নারীসমাজ তাদের দেহ নিয়ে আপনার অযাচিত অশোভন মন্তব্য শুনতে আগ্রহী নয়। এ বিষয়ে হোয়াইট হাউসের মন্তব্য চাওয়া হলে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি। সর্বশেষ খবরে জানা গেছে, ট্রাম্প ও ম্যাক্রোঁ দম্পতি আইফেল টাওয়ারের এক রেস্তরাঁয় বৃহস্পতিবার রাতে তাদের ডিনার করেন। -গার্ডিয়ান
×