ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে সহকর্মীর ৫৭ ধারায় মামলা

প্রকাশিত: ০৮:৪২, ১৪ জুলাই ২০১৭

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে সহকর্মীর ৫৭ ধারায় মামলা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতার সহযোগী অধ্যাপক ফাহমিদুল হকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেছেন একই বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ। বিভাগের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে আবুল মনসুরকে নিয়ে মিথ্যা অপবাদের অভিযোগে বৃহস্পতিবার শাহবাগ থানায় তিনি এ মামলা করেন। মামলার এজাহারে আবুল মনসুর আহাম্মদ উল্লেখ করেন, ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এমএসএস ২০১৬ ৬ষ্ঠ ব্যাচের ফেসবুক গ্রুপে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফাহমিদুল হক তার ফেসবুক আইডি হতে আমাকে উদ্দেশ করে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন। উক্ত গ্রুপটিতে ৬৯ সদস্য রয়েছে। উক্ত গ্রুপের সদস্যদের নিকট আমার মানসম্মানের হানি ঘটেছে। এছাড়া অফিসের কিছু গোপন তথ্য তার পোস্টের মাধ্যমে প্রকাশ পেয়েছে। যা সম্পূর্ণ বেআইনী ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ করেছে।’ এজাহারে আরও বলা হয়, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গ্রুপে পোস্টটি দেয়ার পরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মন্তব্য করেছেন।
×