ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হকিতে নির্বাচনী হাওয়া

প্রকাশিত: ০৫:১৬, ১৪ জুলাই ২০১৭

হকিতে নির্বাচনী হাওয়া

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৩০ জুলাই শেষ হবে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হবে নির্বাচন। যদিও এখনও নির্বাচনের তারিখ ঘোষিত হয়নি। তারপরও এখন থেকেই নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। সবচেয়ে আকর্ষণীয় পদ সাধারণ সম্পাদক পদে লড়াই করার কথা শোনা যাচ্ছে তিনজনের। এদের মধ্যে দু’জন হচ্ছেন বর্তমান কমিটির দুই সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ এবং আবদুর রশিদ শিকদার। এদের মধ্যে খাজা ছিলেন সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক। পরে একাধিক ক্লাবের তীব্র আন্দোলনের মুখে খাজাকে ওই পদ থেকে সরিয়ে সহ-সভাপতির পদে বসানো হয়। আর নির্বাচিত সহ-সভাপতি আবদুস সাদেককে দেয়া হয় সাধারণ সম্পাদকের দায়িত্ব। সাধারণ সম্পাদক পদে আরেক প্রার্থী হিসেবে শোনা গেছে সাজেদ এ আদেলের নাম। তবে অনেকেই বলেছেন, শেষ পর্যন্ত কোন সমঝোতা না হলে সাধারণ সম্পাদকের লড়াইটা জমে উঠবে খাজা রহমতউল্লাহ ও আবদুর রশিদ শিকদারের মধ্যে। হকি ফেডারেশনের সাধারণ পরিষদের মোট কাউন্সিলর ৮৬। এর মধ্যে সবচেয়ে বেশি ৪১ জন জেলা ও বিভাগের। প্রিমিয়ার, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাব ৩১টি, সার্ভিসেস ৪টি, এনএসসি ৫টি, বিকেএসপি, মহিলা ক্রীড়া সংস্থা, আম্পায়ার্স বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ডের একজন করে। এছাড়া আছেন সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার ঢাকার একটি রেস্তরাঁয় আবদুর রশিদ শিকদারের আমন্ত্রণে হাজির হয়েছিলেন হকির সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং স্বনামধন্য কিছু হকি সংগঠক। সেই সঙ্গে ছিলেন ঢাকার কিছু হকি কাউন্সিলরও। তাদের সম্মিলিত উপস্থিতি পরিণত হয়েছিল এক মিলনমেলায়। এই গেট টুগেদারের আড়ালে আসলে রশিদ শিকদার আসন্ন নির্বাচন উপলক্ষে তার নির্বাচনী প্রচারণাই শুরু করেন। ব্যক্ত করেন আসন্ন নির্বাচনে তার লক্ষ্য, প্রতিশ্রুতি এবং প্রতিপক্ষ প্যানেলের অতীতের ভুল-ভ্রান্তির উদাহরণ। যদিও তার প্যানেলে কে কে প্রার্থী হিসেবে থাকবেন সেটা বলতে রাজি হননি। মূল লক্ষ্য সম্পর্কে রশিদ বলেন, ‘বর্তমানে সাংগঠনিক দক্ষতার বড়ই অভাব। সবাইকে একসঙ্গে কাজ করার মানসিকতা কমে গেছে। যারা হকিকে ভালবাসেন, শ্রম ও অর্থ ব্যয় করেন সেসব মুরব্বি হকির বর্ষীয়ান মাঠকেন্দ্রিক তাদের একত্র করাই হচ্ছে আমার মূল লক্ষ্য।’
×