ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্রে কাঁচি, ভারতীয় গণতন্ত্রের জন্য হুমকি

প্রকাশিত: ০৩:৪৮, ১৪ জুলাই ২০১৭

অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্রে কাঁচি, ভারতীয় গণতন্ত্রের জন্য হুমকি

অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্রে সমসাময়িক কালের বিশ্লেষণ সরকারের জন্য অস্বস্তির কারণ হতে পারে বলে ধারণা করা হয়েছিল এবং বাস্তবে সেটিই ঘটেছে। তাই প্রত্যাশা মতো এর ওপর দিয়ে চলেছে সেন্সরের কাঁচি। গরুর মতো স্পর্শকাতর, গুজরাটের মতো রাজনৈতিকভাবে উত্তপ্ত বিষয় ছিল তথ্যচিত্রটিতে। এছাড়া আরও কিছু বিষয় ছিল যা সরকারের অস্বস্তিকর ছিল। আনন্দবাজার পত্রিকা অমর্ত্য সেন এখনও সাহসীদের মতো ভাবতে পারেন এবং সে ভাবনার নির্ভীক প্রকাশও ঘটাতে পারেন। তিনি এমনই এক মানুষ যিনি রাজাকে তার বস্ত্রহীনতার কথা মনে করিয়ে দিতে পারেন। সমস্যা হয়েছে সেন্সর বোর্ডের কাঁচি নিয়ে। এই কাঁচি একটি তথ্যচিত্রের ওপর যে দাপট দেখাল সে বিতর্ক এখন দেশ পেরিয়ে পৌঁছে গেল বাইরের বিশ্বেও। প্রত্যাশিত ঘটনা মানেই স্বাভাবিক ঘটনা নয়। নাগরিকের জীবন ও গতিবিধির ওপর সর্বাত্মক নিয়ন্ত্রণ আরোপ করার যে প্রয়াস ভারতে বাড়ছে তার সর্বশেষ নজির অমর্ত্য সেনকে নিয়ে তৈরি সুমন ঘোষের তথ্যচিত্র। স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ এই চিত্র নির্মাণ ও তার প্রচারে কোন বাধা আসার কথা নয়। কিন্তু এর রিলিজ যখন আটকে গেল তখন স্পষ্টভাবে বুঝে নেয়া যায় দেশে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ আর নেই। বিধিনিষেধের বেড়াজালে আটকানোর চেষ্টা সরকারই অমর্ত্যসেনদের প্রাসঙ্গিকতা আরও বাড়িয়ে দিয়েছে। সচেতন মহল মনে করে যে, এভাবে কারও কণ্ঠরোধ করা যায় না। ভারতীয় গণতন্ত্র কোনভাবেই এর অনুমতি দেয় না। জনসমক্ষে মিশেল সাবেক মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা বুধবার লস এ্যাঞ্জেলেসে স্পেশাল অলিম্পিক্সের প্রতিষ্ঠাতা ইউনিস কেনিডি শ্রিভারকে বিশেষ সম্মানসূচক পদক প্রদান করেন। শ্রিভারের পক্ষে তার ছেলে এ পদক গ্রহণ করেন। জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পর এটিই ছিল জনসমক্ষে তার প্রথম উপস্থিতি। মিশেলকে কাছে পেয়ে সবাই উল্লাস প্রকাশ করে। মিশেলের দৃষ্টিতে শ্রিভার ছিলেন একজন অসামান্য নারী। -মায়ামি হেরাল্ড রীতি ভঙ্গ করে নিয়োগ ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তিমার ১৫ বছরের রীতি ভঙ্গ করে র‌্যাকুয়েল ডজকে দেশটির ফেডারেল প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছেন। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে তার এই নিয়োগ অনুমোদিত হলে র‌্যাকুয়েল সেপ্টেম্বরে এ দায়িত্ব গ্রহণ করবেন। নিয়ম অনুযায়ী ন্যাশনাল এ্যাসোসিয়েশন অব ফেডারেল এ্যাটর্নির সবচেয়ে বেশি ভোট যিনি পান তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। এবারের ভোটে র‌্যাকুয়েলের নাম ছিল দ্বিতীয় স্থানে। -এএফপি
×