ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রুনির জায়গায় ক্যারিক

প্রকাশিত: ০৬:২৫, ১৩ জুলাই ২০১৭

রুনির জায়গায় ক্যারিক

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এভারটনেই ফিরে গেলেন ওয়েন রুনি। তার পরিবর্তিত হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন মাইকেল ক্যারিক। এতে দারুণ রোমাঞ্চিত ক্যারিক। তিনি বলেন, ‘এজন্য আমি দারুণ খুশি। এ রকম বিশাল একটি ক্লাবের নেতৃত্ব পাওয়াটা খুবই সম্মানের।’ ৩৫ বছর বয়সী ক্যারিক এ সময় আরও বলেন, ‘এখানে আমি ১২ বছর ধরে আছি। ২৫ বছর বয়সে আমি এই ক্লাবে যোগ দিয়েছিলাম। তখন ভাবতে পারিনি এত দীর্ঘ সময় এখানে কাটাতে পারব এবং এমন একটি সম্মান অর্জন করব। এখন আমি ছেলেদের নেতৃত্ব দিব। আমি তরুণদেরও দেখাশুনা করব। একই ধারায় তাদের চালিত করা চমৎকার বিষয় হলেও এটি আমার জন্য সত্যিকার অর্থেই চাপের বিষয়। একজন ফুটবলার হিসেবে আমি এই ক্লাবে যোগ দিয়েছিলাম। এখন আমার প্রচুর ভক্ত তৈরি হয়েছে। বছরের পর বছর ধরে আমি এই ক্লাবেই বেড়ে উঠেছি, এটিকে ভালবাসি। আর নেতৃত্ব আমার জন্য বিশেষ প্রাপ্তি।’ ২০০৬ সালে টটেনহ্যাম থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ক্যারিক। রুনি ক্লাব ছেড়ে চলে যাওয়ায় এখন তিনিই হচ্ছেন ক্লাবটির সবচেয়ে দীর্ঘদিন খেলা ফুটবলার। ম্যারাথন বৈঠকও বিফলে খেলোয়াড়-ক্রিকেট অস্ট্রেলিয়া দ্বন্দ্ব স্পোর্টস রিপোর্টার ॥ দেনা-পাওনা নিয়ে অনেক জল ঘোলাই হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। শেষ পর্যন্ত বিজ্ঞাপনদাতাদের চাপটাও টের পাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ)। তাই সমাধানে পৌঁছাতেই মঙ্গলবার ম্যারাথন সভায় বসেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ও অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ। দ্রুত সমাধানে পৌঁছাতেই এ সভায় মিলিত হন দুই সংস্থার প্রধান নির্বাহী। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে জেমস সাদারল্যান্ড ও এসিএ’র পক্ষে এ্যালিস্টেয়ার নিকোলসন। তবে প্রায় চার ঘণ্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হলেও আশানুরূপ কোন কিছু শোনা যায়নি। দেনা-পাওনা নিয়ে ক্রিকেটাররা একভাবে ধর্মঘটেই রয়েছে। আর এ নিয়ে যার যার অবস্থান থেকে উদ্বিগ্ন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্ধারিত বিজ্ঞাপনী সংস্থাগুলো। বর্তমানে ছেলেদের দলে বিজ্ঞাপনী কোন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এর কারণ অচলাবস্থা নিরসন না হওয়া পর্যন্ত আগ্রহ দেখাচ্ছে না কেউই। টেস্ট দলের জন্য ম্যাগেলান আগ্রহী হলেও দ্বন্দ্ব নিরসন না হওয়া পর্যন্ত কাগজে সই করতে রাজি নয় তারা। তবে বর্তমানে পরিস্থিতি আরও জটিল হওয়াতে ক্রিকেট অস্ট্রেলিয়া সমাধানের পথই খুঁজতে চাইছে এখন। এদিকে ক্রিকেটাররা বেকার থাকলেও তাদের পকেট যাতে ফাঁকা না থাকে সেজন্য ব্যবস্থা নিচ্ছে এসিএ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন তাদের ফান্ডিং করতে প্রস্তুত আছে। যাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি না থাকলেও বেকার বসে থাকবে না স্মিথ-ওয়ার্নাররা। কিন্তু মঙ্গলবারের বৈঠকের পর হয়তো ইতিবাচক কিছুই শোনা যাবে সামনে। কিন্তু কতদিন লাগে সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, বেতনভাতা ও লভ্যাংশ বন্টন-দ্বন্দ্বে অস্ট্রেলিয়া ক্রিকেট এখন উত্তাল সময় পার করছে। দেশটির খেলোয়াড়রা কেন্দ্রীয় চুক্তিতে সই করেনি। বাতিল হয়ে গেছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর। আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলতে কুলিন অসিদের বাংলাদেশে আসার কথা। সেটি নিয়েও বড় রকমের শঙ্কা তৈরি হয়েছে।
×