ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সেমিতে মুগুরুজা, কোয়ার্টারে জোকোভিচ

প্রকাশিত: ০৭:০৬, ১২ জুলাই ২০১৭

সেমিতে মুগুরুজা, কোয়ার্টারে জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ বাকি ছিলেন শুধু নোভাক জোকোভিচ। ইতোমধ্যেই উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ৭ প্রতিযোগী। তার ম্যাচটি সোমবার শুরুই হতে পারেনি। তবে একদিন অপেক্ষা করে মঙ্গলবার টুর্নামেন্টের দুই নম্বর বাছাই এ সার্বিয়ান তারকা সরাসরি সেটে জিতেই উঠে গেছেন শেষ আটে। আর মহিলা এককে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছেন স্পেনের গারবিন মুগুরুজা। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে তিনি ৭ নম্বর বাছাই রাশিয়ার সভেতলনা কুজনেতসোভাকে হারিয়ে দেন সরাসরি সেটে। ফ্রান্সের আড্রিয়ান ম্যানারিনো বিশ্বের ৫১ নম্বর র‌্যাঙ্কিংধারী খেলোয়াড়। আগেভাগেই তাই ম্যাচ জয়ের ক্ষেত্রে ফেবারিট ছিলেন জোকোভিচ। বিশ্বের চার নম্বর এ তারকার জয় পেতে কষ্ট হয়নি। তিনি সরাসরি ৬-২, ৭-৬ (৭-৫), ৬-৪ সেটে জয় তুলে নেন ২ ঘণ্টা ১৩ মিনিটের লড়াইয়ে। ৩০ বছর বয়সী জোকোভিচ শেষ আটে মুখোমুখি হবেন ১১ নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচের। মহিলাদের এককে মঙ্গলবারই শুরু হয়েছে সেমিতে ওঠার লড়াই। কোয়ার্টারে এদিন মুখোমুখি হয়েছেন ভেনাস উইলিয়ামস-জেলেনা ওস্টাপেঙ্কো, সিমোনা হ্যালেপ-জোহানা কন্টা, কোকো ভ্যানডেওয়েঘে-মাগদালেনা রাইবারিকোভা এবং মুগুরুজা-কুজনেতসোভা। এক নম্বর কোর্টে সবার আগে মুগুরুজা-কুজনেতসোভা ম্যাচটি শুরু হয়। ২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণী মুগুরুজা শুরু থেকেই চড়াও ছিলেন কুজনেতসোভার ওপর। প্রথম সেটেই তিনি জয় তুলে নিয়ে চাপে ফেলেন রাশিয়ান তারকাকে। পরের সেটে সমানতালেই এগিয়ে যাচ্ছিলেন কুজনেতসোভা। কিন্তু ৫-৪ ব্যবধানে এগিয়ে যান মুগুরুজা। তারপর নিজের সার্ভ থাকলেও পয়েন্ট অর্জন করতে পারেননি রাশিয়ান তারকা। ব্রেক পয়েন্ট জিতে যান মুগুরুজা। উঠে যান সেমিফাইনালে। ম্যাচের ফলাফল ছিল ৬-৩, ৬-৪। চতুর্থ রাউন্ডে এ স্প্যানিশ তারকা এক নম্বর বাছাই জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে বিদায় দিয়েছিলেন ৪-৬, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে। অগ্রযাত্রা অব্যাহত রাখলেন দুরন্ত মুগুরুজা।
×