ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেস্টেও ফিরলেন রোহিত শর্মা

প্রকাশিত: ০৬:৪৮, ১১ জুলাই ২০১৭

টেস্টেও ফিরলেন রোহিত শর্মা

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০তে হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়েছে ভারতের। ২৬ জুলাই গল টেস্ট দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা সফর। লঙ্কানদের বিপক্ষে এই বিরাট কোহলি বাহিনী ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি২০ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। গত আট বছরে এই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত দল। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ভারতের সিনিয়র দল নির্বাচক কমিটি। টেস্ট দল থেকে বাদ পড়েছেন করুন নায়ার। দলে এসেছেন রোহিত শর্মা। সবশেষ ২০১৬ সালে তিনি জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট খেলেছেন। করুন নায়ারের পরিবর্তে তাকে দলে স্থান দেওয়া হয়েছে। টেস্ট দলে আবারো ডাক পেয়েছেন হারদিক পান্ডিয়া। এবারও অভিষেকের অপেক্ষায় থাকবেন তরুণ অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ওপেনার লোকেশ রাহুলও। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ইংল্যান্ড থেকেই ওয়েস্ট ইন্ডিজে উড়ে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-১ ব্যবধানে জয়ের পর রবিবার বিরাট কোহলিরা একমাত্র টি২০তে হারে ৯ উইকেটের বড় ব্যবধানে। দেশে ফিরে খুব বেশি দিন ঘুরে বেড়ানোর সুযোগ কোহলিরা পাচ্ছেন না। দ্রুতই তাদের আবার উড়ে যেতে হবে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়। বৃহস্পতিবারই ঠিক করা হয়েছে প্রস্তাবনায় থাকা ভারতের শ্রীলঙ্কা সফরের সূচী। ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এ মাসেই ভারত শ্রীলঙ্কায় যাচ্ছে এ মাসেই। সফরের শুরুতেই থাকছে ৩ ম্যাচের টেস্ট সিরিজ। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথম টেস্ট শুরু হবে ২৬ জুলাই, গলেতে। সফরে ভারত কোন প্রস্তুতি ম্যাচ খেলবে কিনা, খেললেও তার দিন তারিখ ঠিক করা হয়নি। এসএলসি আপাতত শুধু টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলোর সূচীই প্রকাশ করেছে। ৩ থেকে ৭ আগস্ট, দ্বিতীয় টেস্ট কলম্বে^াতে। ১২ থেকে ১৬ আগস্ট, তৃতীয় বা শেষ টেস্টটি হবে পাল্লেকেলেতে। ওয়ানডে ৫টি হবে যথাক্রমে ২০, ২৪, ২৭, ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্ব^র। একমাত্র টি২০টি ৬ সেপ্টেম্বর। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। অথচ বড় ভেন্যু কলম্বো বা গলেতে কোনো ম্যাচ নেই। প্রথম ওয়ানডেটি হবে ডাম্বুলায়। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে দুটি হবে পাল্লেকেলেতে। সিরিজের শেষ দুটি ওয়ানডে ও একমাত্র টি২০ হবে অখ্যাত খেতারামায়। ভারতের টেস্ট দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, উমেশ যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও আভিমুন্নু মুকুন্দ।
×