ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্প ॥ আতঙ্ক

প্রকাশিত: ০৩:৪১, ৮ জুলাই ২০১৭

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্প ॥ আতঙ্ক

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে দু’জন নিহত ও কমপক্ষে ৭২ জন আহত হওয়ার মাত্র একদিন পর দেশটির মধ্যাঞ্চলে শুক্রবার আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। এতে লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং তাদের ঘরবাড়ি থেকে দ্রুত বেরিয়ে যায়। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপির। এদিকে স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের লেতি দ্বীপের কানাঙ্গা শহরে বৃহস্পতিবার রাতে ধসেপড়া একটি বাণিজ্যিক ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্প আঘাত হানায় এ অঞ্চলের তিনটি প্রদেশ বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। ফলে লেতির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা দফতরের আঞ্চলিক মুখপাত্র পাবলেস লুজ এএফপিকে বলেন, বড় ধরনের ভূমিকম্পের পর আবারও ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেক বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে গেছেন। কর্তৃপক্ষ জানায়, অনেক ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে এবং বিভিন্ন মহাসড়কে ফাটল দেখা দিয়েছে। এতে অনেক এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ছয় কিলোমিটার গভীরে। কার্বন নিঃসরণ কমাতে ... ফ্রান্স ২০৪০ সাল নাগাদ সেদেশে সকল প্রকার পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে এটা তাদের নতুন অঙ্গীকার। ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করেছে দেশটি। এদিকে নরওয়ে, নেদারল্যান্ডস, জার্মানি ও ভারতসহ পৃথিবীর অনেক দেশই পরিবেশবান্ধব বিদ্যুতচালিত গাড়ি তৈরির উদ্দেশ্যে প্রকল্প গ্রহণ করেছে। -গার্ডিয়ান বিমানের প্রথম শ্রেণীতে দেবমূর্তি চীনের শিয়ামেন থেকে বিমানের প্রথম শ্রেণীতে চড়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছে তিনটি চীনা দেবমূর্তি। এ দেবতাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথম মূর্তিটি হচ্ছে চীনের সমুদ্রের দেবী মাজু। মনে করা হয় মাজু সমুদ্রের জেলে ও নাবিকদের রক্ষা করেন, দ্বিতীয় দেবতা কিয়ানলিয়ান হাজার বছর দূরের বস্তু দেখতে সক্ষম এবং তৃতীয় দেবতা শান ফেং হাজার মাইল দূরের জিনিস শুনতে পারেন। -বিবিসি
×