ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ব্যাংকের টাকার হিসাব ও লেজার বই আদালতে দাখিলের নির্দেশ

প্রকাশিত: ০৮:০৪, ৭ জুলাই ২০১৭

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ব্যাংকের টাকার হিসাব ও লেজার বই আদালতে দাখিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে সাতটি ব্যাংকে রক্ষিত টাকার হিসাব বিবরণী ও লেজার বই আদালতে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ দুর্নীতি মামলার প্রধান আসামি খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান মামলার তদন্ত কর্মকর্তাকে এসব নথি আদালতে দাখিল করতে বলেন। পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলারও শুনানি চলছে। বৃহস্পতিবার শুনানি শেষে এ দুই দুর্নীতি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন বিচারক। এদিন খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদকে এদিন জেরা করেন খালেদা জিয়ার আইনজীবী। তার জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য নতুন দিন ধার্য করে আদালত। অপরদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্যও একই দিন ধার্য করে আদালত। খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান, সানাউল্লাহ মিয়া, জিয়া উদ্দিন জিয়া, এম হেলাল উদ্দিন, আব্দুল হান্নান ভূঁইয়াসহ অন্য আইনজীবীরা শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোশারফ হোসেন কাজল।
×