ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটে বিধ্বস্ত জিম্বাবুইয়ে

গুণাতিলকা ও ডিকওয়েলার সেঞ্চুরিতে এগিয়ে গেল শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:২৮, ৭ জুলাই ২০১৭

গুণাতিলকা ও ডিকওয়েলার সেঞ্চুরিতে এগিয়ে গেল শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের শুরুতেই ভুল করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। অথবা অস্বাভাবিক ভাল খেলেছিল সফরকারী জিম্বাবুইয়ে। এ কারণে শ্রীলঙ্কার মাটিতে সর্বপ্রথম তিন শতাধিক রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই চরম পরাজয় মানতে হয়েছিল তাদের। ঘুরে দাঁড়ানো লঙ্কানরা তৃতীয় ওয়ানডেতেও ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে। বৃহস্পতিবার হাম্বানটোটায় এ জয়ে ৫ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে গেছে লঙ্কানরা। আগে ব্যাট করে হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১০ রানের বড় সংগ্রহ গড়েছিল জিম্বাবুইয়ে। জবাবে নিরোশান ডিকওয়েলা ও দানুস্কা গুনাতিলকার জোড়া সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে ৩১২ রান তুলে জয় পায় শ্রীলঙ্কা। টস জিতে আগে সফরকারী জিম্বাবুইয়েকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। দেখেশুনে বেশ ভালভাবেই শুরু করেছিল তারা। উদ্বোধনী জুটিতে উঠে ৩৯ রান। সলোমন মিরেকে সাজঘরে পাঠিয়ে লঙ্কানদের প্রথম সাফল্য এনে দেন নুয়ান প্রদীপ। দ্বিতীয় উইকেটে অবশ্য বিশাল জুটি গড়ে এটাকে বিপর্যয় হতে দেননি মাসাকাদজা ও তারিসাই মুসাকান্দা। ১২৭ রানের বড় জুটি জিম্বাবুইয়েকেও ভাল একটি সংগ্রহ পাওয়ার ভিত গড়ে দেয়। মুসাকান্দা ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পাওয়ার মাত্র ২ রান আগে সাজঘরে ফেরেন। তিনি ৫৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন। ততোক্ষণে ক্যারিয়ারের পঞ্চম শতকের কাছাকাছি চলে গেছেন মাসাকাদজা। তিনি মাত্র ৯৮ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১১ রান করার পর ভানিদু হাসারাঙ্গার বলে সাজঘরে ফেরেন। পরের দিকে শন উইলিয়ামসের ৪৭ বলে ২ চারে ৪৩, সিকান্দার রাজার ১৭ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৫ এবং পিটার মুরের মাত্র ১১ বলে ২ চার ও ২ ছক্কায় করা ২৪ রানে তিন শ’ পেরিয়ে যায় জিম্বাবুইয়ে। ৮ উইকেটে করে ৩১০ রান। দুটি করে উইকেট নেন হাসারাঙ্গা ও আসেলা গুনারতেœ। বড় সংগ্রহ তাড়া করতে নেমেও সাবলীল ভঙ্গিতে ব্যাট চালায় শ্রীলঙ্কা। জিম্বাবুইয়ে বোলারদের ঘাম ঝরিয়ে ছাড়েন ডিকওয়েলা ও গুনাতিলকা। ২২৯ রানের জুটি গড়েন দু’জনই শতক হাঁকিয়ে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ডিকওয়েলা ফিরে যান ১১৬ বলে ১৪ চারে ১০২ রান করার পর। পরের ওভারেই আরেক সেঞ্চুরিয়ান গুনাতিলকাকে আউট করেন শন উইলিয়ামস। গুনাতিলকাও ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে ১১১ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৬ রান করে বিদায় নেন। তবে ততোক্ষণে জয়ের অনেক কাছাকাছিই চলে গেছে লঙ্কানরা। বাকি পথ নির্বিঘেœই পাড়ি দিয়েছেন কুসাল মেন্ডিস ও উপুল থারাঙ্গা। দারুণ আক্রমণাত্মক হয়ে ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৪ রানের হার না-মানা ইনিংস উপহার দেন থারাঙ্গা। ৪৭.২ ওভারে ২ উইকেটে ৩১২ রান তোলে শ্রীলঙ্কা। স্কোর ॥ জিম্বাবুইয়ে ইনিংস- ৩১০/৮; ৫০ ওভার (মাসাকাদজা ১১১, মুসাকান্দা ৪৮, উইলিয়ামস ৪৩, সিকান্দার ২৫*, মুর ২৪; হাসারাঙ্গা ২/৪৪, গুনারতেœ ২/৫৩)। শ্রীলঙ্কা ইনিংস- ৩১২/২; ৪৭.২ ওভার (গুনাতিলকা ১১৬, ডিকওয়েলা ১০২; থারাঙ্গা ৪৪*; ওয়ালার ১/৩২; উইলিয়ামস ১/৬৩)। ফল ॥ শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ দানুস্কা গুনাতিলকা (শ্রীলঙ্কা)। সিরিজ ॥ ৫ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে এগিয়ে।
×