ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব সামনে রেখে জোর প্রস্তুতি বাংলাদেশের নারী ফুটবলারদের

তৃতীয় হলেই বিশ^কাপে খেলবে কৃষ্ণারা

প্রকাশিত: ০৬:৫১, ৫ জুলাই ২০১৭

তৃতীয় হলেই বিশ^কাপে খেলবে কৃষ্ণারা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের পুরুষ ফুটবলের বেহাল দশা দেখে অনেকেই ফোড়ন কাটেন বা মজা করেন এই বলে, ‘পেলে-ম্যারাডোনা বা মরিনহোকে কোচ করে আনলেও বাংলাদেশ কোনদিন বিশ^কাপের মূলপর্বে খেলতে পারবে না।’ তবে মহিলা ফুটবলের বেলায় তারা কিন্তু যথেষ্ট নমনীয় এবং আশাবাদী। মহিলা দল ফিফা বিশ^কাপে খেলতে পারবে কি না সেটা প্রশ্নস্বাপেক্ষ ঠিকই। কিন্তু তার আগেই যে তারা ফিফা অনুর্ধ-১৭ মহিলা বিশ^কাপ খেলতে পারে, এ নিয়ে কিন্তু আশা করা যেতেই পারে। যদিও সেটা অনেক কঠিন ব্যাপার কিন্তু অসম্ভব নয়। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলবে বাংলাদেশ। সেখানে সেরা তিনের মধ্যে থাকতে পারলেই উরুগুয়েতে অনুষ্ঠিতব্য অনুর্ধ-১৭ বিশ্বকাপের দরজা খুলে যাবে। কৃষ্ণা-সানজিদা-তহুরারা মনে সেই স্বপ্ন লালন করেই তৈরি হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নানাভাবে চেষ্টা করছে মৌসুমী-মারজিয়াদের গড়ে তুলতে। ইতোমধ্যে তাদের দু’বার জাপান, একবার করে চীন ও সিঙ্গাপুরে দল পাঠিয়ে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ খেলানো হয়েছে। সেই ধারাবাহিতকায় এবারের গন্তব্য দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুলাই দক্ষিণ কোরিয়া যাবে মেয়েরা। সেখানে দেশটির জাতীয় অ-১৬ দলের সঙ্গে একটি ম্যাচ খেলার কথা। দুটি ম্যাচ সেখানকার স্কুল দলের বিপক্ষে ও একটি মহিলা ফুটবল ক্লাবের সঙ্গে। এখানেই শেষ নয়। বাফুফে মেয়েদের জন্য আরও পরিণত প্রস্তুতির ব্যবস্থা করেছে। কোরিয়া থেকে ফেরার পর আগস্টের শেষ সপ্তাহে মেয়েদের পাঠানো হবে ভিয়েতনামে। সেখান থেকেই থাইল্যান্ডে যাবে এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। ১০-২৩ সেপ্টেম্বর থাইল্যান্ডের চুনবুরিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। কোরিয়ায় প্রস্তুতি ম্যাচের পাশাপাশি পাজু ন্যাশনাল ফুটবল সেন্টারে অনুশীলন করবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর পল স্মলি বলেছেন, ‘মেয়েরা দক্ষিণ কোরিয়াতে খেলতে যাচ্ছে। এই অভিজ্ঞতা থাইল্যান্ডে কাজ দেবে। ওদের আত্মবিশ্বাস বাড়বে। দলে কয়েকজন আছে খুবই সম্ভাবনাময়। কৃষ্ণা, নার্গিস, স্বপ্নারা ভাল ফুটবল খেলে।’ থাইল্যান্ডে চূড়ান্তপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নশিপে অনেকেই বেঙ্গল টাইগ্রেস বাহিনীর ভাল সম্ভাবনা দেখছেন। এর কারণ বাছাইপর্বে তাদের নজরকাড়া সাফল্য। বাংলাদেশ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে ওঠে। বাছাইপর্বে ইরানকে ৩-০ গোলে, সিঙ্গাপুরকে ৫-০, কিরগিজস্তানকে ১০-০, চাইনিজ তাইপেকে ৪-২ এবং আরব আমিরাতকে ৪-০ গোলে হারিয়েছিল কৃষ্ণারা। মূলপর্বে লড়াইটা অবশ্য অনেক অগ্নিঝরা হবে বাংলাদেশের জন্য। কোচ ছোটন এই চ্যালেঞ্জ উৎরাতে এখন থেকেই পরিকল্পনা করে তার বাস্তবায়ন ঘটনোর চেষ্টা শুরু করে দিয়েছেন, ‘আমার বিশ্বাস আমরা ভাল করব। যারা কয়েক বছর আগে ফুটবলের মৌলিক জ্ঞানে শূন্য ছিল, তারা এখন আধুনিক ফুটবল খেলছে। কিছুদিন আগে জাপানে আমরা ভাল করেছি। সিঙ্গাপুরেও প্রস্তুতি ম্যাচ খেলেছি। আশাকরি স্বপ্ন পূরণ হবে।’
×