ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনিশ্চিত জেমিলি

প্রকাশিত: ০৬:৩৩, ৪ জুলাই ২০১৭

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনিশ্চিত জেমিলি

স্পোর্টস রিপোর্টার ॥ আগস্ট মাসেই শুরু হবে বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। তবে অনিশ্চয়তার ভেলায় ভাসছেন গ্রেট ব্রিটেনের এ্যাথলেট এ্যাডাম জেমিলি। কেননা রবিবার বার্মিংহ্যামের ব্রিটিশ ট্রায়ালে যে ষষ্ঠ স্থানে থেকে ২০০ মিটারের প্রতিযোগিতা শেষ করেছেন তিনি। এর ফলে আগামী মাসেই লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। তবে ২৩ বছর বয়সী এই স্প্রিন্টারের সামনে এখনও একটি সুযোগ রয়েছে। আগামী সপ্তাহেই যে অনুষ্ঠিত হবে এ্যানিভারসারি গেমস। সেখানে নিজেকে মেলে ধরতে পারলে অবশ্য নিজের দেশের এই বড় আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন। ২০১৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছিলেন এ্যাডাম জেমিলি। বার্মিংহ্যামে নিজেকে মেলে ধরতে না পারলেও বাকি সময়টাতে কঠোর পরিশ্রম করে ফিট হয়েই ট্র্যাকে নামতে চান তিনি। লর্ডস টেস্টে থাকছেন না প্লেসিস, নেতৃত্বে এলগার স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে ও টি২০ সিরিজ শেষ। উভয় সিরিজে ২-১ ব্যবধানে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ফিরে গেছেন দেশে। তিনি ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন না। টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেয়ার কথা ফাফ ডু প্লেসিসের। কিন্তু লর্ডসে সিরিজের প্রথম টেস্টেই তিনি থাকবেন অনুপস্থিত। কারণ সবেমাত্র প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি। তাই লর্ডস টেস্টে নেতৃত্ব দেবেন ডিন এলগার। প্লেসিসের অনুপস্থিতির কারণে দলে ইতোমধ্যেই নেয়া হয়েছে এইডেন মার্করামকে। তিনি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে কিছুদিন আগেই নেতৃত্ব দিয়েছেন। চলতি গ্রীষ্মেই ইংল্যান্ড সফরে তিনি চারদিনের ম্যাচে সেই অধিনায়কত্ব করেন। তবে টেস্ট সিরিজের আগে সদ্য সমাপ্ত তিনদিনের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলেননি তিনি। একাদশ গড়ার সময় এখন প্রোটিয়াদের থিউনিস ডি ব্রুইন কিংবা মার্করামের মধ্যে একজনকে বিবেচনা করতে হবে। তবে ডি ব্রুইন খেললেও শূন্য রানে ফিরে গেছেন। এলগার প্রথমবারের মতো প্রোটিয়া দলকে নেতৃত্ব দেবেন। লর্ডস টেস্টের মধ্য দিয়ে তার নেতৃত্ব শুরু হবে। তিনি বেশ বড় চ্যালেঞ্জেই পড়বেন। কারণ প্লেসিস নেই এবং ভিলিয়ার্সও নেই। ডি ব্রুইন গত মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলেছিলেন। স্টিফেন কুক বাদ পড়ার পর তাকে নেয়া হয়েছিল। কিন্তু মাত্র ১২ রান করতে পেরেছিলেন ব্রুইন। এ কারণে প্রোটিয়া নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জোন্ডি জানিয়েছেন তাকে একাদশে রাখলেও ওপেনার হিসেবে খেলানো হবে না। দলে এ দু’জনের মধ্যে যেই আসুক না কেন, প্রোটিয়া শিবিরকে লর্ডস টেস্টে আরও অন্তত একজন নতুন মুখ খেলাতে হবে। টপঅর্ডারে তাই জায়গা হয়ে যেতে পারে হেইনো কুনের। এর অর্থ শীর্ষ চার ব্যাটসম্যানই অনভিজ্ঞতায় ভরপুর। তিন নম্বরে ব্যাট করবেন হাশিম আমলা, টেমবা বাভুমা ৫ এবং জেপি ডুমিনি ৬ নম্বরে ব্যাট করবেন। তবে ভাল খবর হচ্ছে অভিজ্ঞ পেসার ভারনন ফিল্যান্ডার পরিপূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন। তিনি কাগিসো রাবাদা ও মরনে মরকেলের সঙ্গে বোলিং আক্রমণে থাকবেন। এছাড়া পেস আক্রমণের রিজার্ভ হিসেবে আছেন ক্রিস মরিস, আন্দিলে ফেলুকুয়াও ও ডুয়ান অলিভিয়ের। মেসির দাওয়াতে যাওয়ায় সুয়ারেজের মূর্তি ভাংচুর স্পোর্টস রিপোর্টার ॥ এখনও প্রিয় বন্ধু, ক্লাব সতীর্থ লিওনেল মেসির বিয়ে খাওয়ার রসদ শুকোয়নি। অথচ এরই মধ্যে বিয়ে খাওয়ার অপরাধে নিজের মূর্তি ভাংচুরের খবর শুনেছেন লুইস সুয়ারেজ। মেসির বিয়েতে ২৬০ জন আমন্ত্রিত ছিলেন? তাদের মধ্যে ছিলেন এলএম টেনের বার্সিলোনার সতীর্থ ও ভাল বন্ধু সুয়ারেজ ও তার স্ত্রী সোফিয়া। কিন্তু মেসির বিয়েতে যাওয়ার অপরাধে এক মদ্যপ সুয়ারেজের মূর্তিতে ভাংচুর চালিয়েছে। উরুগুয়ের সাতো শহরে সুয়ারেজের মূর্তিটি বসানো হয়? সেই মূর্তিতেই রবিবার রাতে ভাংচুর চালায় এক মদ্যপ? সুয়ারেজের ভূপতিত মূর্তিটির পাশে একটি নোটও পাওয়া যায়। সেখানে লেখা আছে, ‘আমি মেসির বিয়েতে গেছিলাম, আমি দ্রুত ফিরে আসব?’ জানা যাচ্ছে, যে মদ্যপ ওই মূর্তিটিতে ভাংচুর চালিয়েছে পুলিশ তাকে আটক করেছে।
×