ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গরুবাহী যানে চাঁদাবাজি ॥ পালাতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ

প্রকাশিত: ০৬:৫৩, ৩ জুলাই ২০১৭

গরুবাহী যানে চাঁদাবাজি ॥ পালাতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ করিডর এলাকায় গরুবাহী ভটভটি থেকে চাঁদা আদায় করছে স্থানীয় একটি চক্র। স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের নাম ভাঙিয়ে একটি চক্র এ চাঁদাবাজির সঙ্গে জড়িত থেকে নানা অপকর্ম শুরু করেছে। তাদের চাঁদা না দিলে গরুবাহী যানবাহনের চালককে মারপিট করা হচ্ছে। চলন্ত গাড়িতে চাঁদাবাজদের সঙ্কেত না মেনে পালাতে গেলে নিক্ষেপ করা হচ্ছে ইটপাটকেল। সর্বশেষ রবিবার ভোরে চাঁদাবাজদের ইটপাটকেলে একটি গরুবাহী ভটভটি পালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এতে মনিরুল ইসলাম (২৫) নামে ভটভটির চালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় ভটভটিতে থাকা দুটি গরু মারা গেছে। আহত আরও তিনটি গরু জবাই করতে হয়েছে। জানা গেছে, চালক মনিরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের আলীনগর ভূতপুকুর গ্রামে। তার বাবার নাম হাবিবুর রহমান। এই দুর্ঘটনায় ভটভটির হেলপারও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ওই গরুবাহী ভটভটিটি রাজশাহীর সিটিহাটে যাচ্ছিল। ওই সময় স্থানীয় কয়েক যুবক চাঁদার জন্য থামতে সঙ্কেত দেয়। কিন্তু চালক তাতে সাড়া না দিয়ে চলে যাচ্ছিলেন। এ সময় চাঁদাবাজরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে ভটভটিটি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে যাতায়াতকারী গরুবাহী যানবাহন থেকে সুলতানগঞ্জ এলাকায় চাঁদা আদায় করে স্থানীয় জামরুল, জাকু সোহেল, কালু, রাজিব, এনামুল ও তার ছেলে নবী। গোদাগাড়ী পৌরসভার নামে এই চাঁদা আদায় করা হয়। রবিবারেও এসব চাঁদাবাজ সেখানে চাঁদাবাজি করছিল। এ বিষয়ে অভিযুক্ত এনামুল ও তার ছেলে নবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, এ ধরনের দুর্ঘটনা দুঃখজনক। সকালে ঘটনা শোনার পর তিনি এ বিষয়ে খোঁজ নিয়েছেন। কয়েকজন চাঁদাবাজের নামও জানতে পেরেছেন। খুব দ্রুতই তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান।
×