ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিরোপা জিততেই উইম্বলডনের কোর্টে জোকোভিচ

প্রকাশিত: ০৬:৪৮, ৩ জুলাই ২০১৭

শিরোপা জিততেই উইম্বলডনের কোর্টে জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েকটা বছর দারুণ কেটেছে নোভাক জোকোভিচের। কিন্তু চলতি মৌসুমেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন সার্বিয়ার এই টেনিস তারকা। তবে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডন শুরুর দুইদিন আগেই নিজের জাত চেনালেন নোভাক জোকোভিচ। শনিবার গায়েল মনফিলসকে হারিয়ে এ্যাগন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। জানুয়ারির পর এটাই জোকোভিচের প্রথম শিরোপা। যা তার ক্যারিয়ারের ৬৮তম। সর্বশেষ ২০১০ সালে ইস্টবোর্নে খেলেছিলেন জোকোভিচ। প্রায় অর্ধযুগেরও বেশি সময় পর আবারও এই টুর্নামেন্টের কোর্টে নামেন সার্বিয়ান তারকা। শুরু থেকে দুর্দান্ত খেলেই শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে নোভাক জোকোভিচ এদিন ৬-৩ ও ৬-৪ সেটে রীতিমতো উড়িয়েই দেন গায়েল মনফিলসকে। উইম্বলডনের আগে এই শিরোপা যে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে তা নিশ্চিত। জোকোভিচ নিজেও মানছেন তা। চ্যাম্পিয়ন হওয়ার পর ১২টি গ্র্যান্ডসøামের মালিক নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘উইম্বলডনের জন্য এটাই সম্ভাব্য সেরা প্রস্তুতি। আশাকরি এখান থেকে সেরা ফর্ম নিয়েই কোর্টে নামতে পারব।’ রোনাল্ডো ছাড়াই তৃতীয় পর্তুগাল ফিফা কনফেডারেশন্স কাপ স্পোর্টস রিপোর্টার ॥ সেমিফাইনালে চিলির কাছে হারের পরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানান, তিনি খেলবেন না তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সময় দেবেন সদ্যজাত জোড়া সন্তানদের। কিন্তু তাতে কি হয়েছে। অধিনায়ককে ছাড়াই স্থান নির্ধারণী ম্যাচে মেক্সিকো ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। রবিবার সন্ধ্যায় মস্কোতে অনুষ্ঠিত ম্যাচে ছিল চমকের পর চমক। ম্যাচের তিনটি গোলই করেছে পর্তুগীজরা। এরপরও হারতে বসেছিল তারা। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪ মিনিটে লুইস নেটোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মেক্সিকো। এই গোলেই জিততে চলেছিল কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়নরা। কিন্তু তখনও যে চমক বাকি ছিল। ম্যাচের ইনজুরি সময় গোল করে পর্তুগালকে সমতায় ফেরান ডিফেন্ডার পেপে। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এ সময় আধিপত্য বিস্তার করে খেলে ফার্নান্ডো সান্টোসের দল। ১০৪ মিনিটে পর্তুগালের জয়ে জয়সূচক গোলও করেন ফরোয়ার্ড আদ্রিয়ান সিলভা। শেষ পর্যন্ত বীরের বেশে প্রতাবর্তন করে সান্ত¡নার তৃতীয় হয়ে মাঠ ছাড়ে ইউরোপের ব্রাজিল খ্যাত দলটি। দলের সেরা তারকা রোনাল্ডো ছাড়াই দারুণ এই জয়ে সন্তোষ প্রকাশ করেন পর্তুগাল কোচ সান্টোস।
×