ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সার্বভৌমত্ব প্রশ্নে কোন ছাড় নয় ॥ কাতার আলোচনায় প্রস্তুত

প্রকাশিত: ০৫:৫৯, ১ জুলাই ২০১৭

সার্বভৌমত্ব প্রশ্নে কোন ছাড় নয় ॥ কাতার আলোচনায় প্রস্তুত

কাতার সংকট নিরসনে নিষেধাজ্ঞা আরোপকারী পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছে তবে সার্বভৌমত্বের প্রসঙ্গে কোন ছাড় দেয়া হবে না। দোহার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য সৌদি জোটের ১৩ দফা দাবির বিষয়ে বৃহস্পতিবার এসব কথা বলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আস সানি। খবর আলজাজিরা অনলাইনের। পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতার দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিতে চায় যে সার্বভৌমত্ব প্রসঙ্গে কোন ছাড় দেয়া হবে না। অবশ্য প্রতিবেশী দেশগুলোর বৈধ অভিযোগ নিয়ে আলোচনায় ইচ্ছুক বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ভিত্তিহীন অভিযোগ ও মিথ্যা ধারণাকে কেন্দ্র করে কাতারের বিরুদ্ধে বৈরি পদক্ষেপ নেয়া হয়েছে। সৌদি জোট তাদের অভিযোগের বিষয়ে কোন তথ্য প্রমাণ এখনও হাজির করতে পারেনি। সৌদি জোটের দাবিগুলোকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে দোহার পররাষ্ট্রনীতিকে গুরুত্বহীন এবং কাতারের জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও মিসর গত ৫ জুন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে। সন্ত্রাসবাদের সঙ্গে যোগসাজশের অভিযোগ এনে এ পদক্ষেপ নেয়া হলেও তা স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে দোহা।
×