ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেতন কাঠামো প্রত্যাখ্যান অসি ক্রিকেটারদের

প্রকাশিত: ০৭:২১, ২৪ জুন ২০১৭

বেতন কাঠামো প্রত্যাখ্যান অসি ক্রিকেটারদের

স্পোর্টস রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। গত বছর শেষদিকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া। তারও আগে কয়েকটা সিরিজে ভরাডুবি ঘটে অসিদের। বোর্ডে ব্যাপক পরিবর্তন আসে, ক্রিকেট দলেও বেশকিছু পরিবর্তন আসে। কিন্তু নৈপুণ্যে এখন পর্যন্ত ধারাবাহিকতা আসেনি। নতুন এক জটিলতায় আটকা পড়েছে এখন অস্ট্রেলিয়ার ক্রিকেট। বেতনভাতা নিয়ে কিছু দাবি-দাওয়া জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন (এসিএ)। সেটা নিয়েই এখন খেলোয়াড়দের সঙ্গে টানাপোড়েন চলছে সিএ’র। ক্রিকেটারদের অনড় অবস্থানের প্রেক্ষিতে অবশ্য সিএ একটি পরিবর্তিত বেতন কাঠামো প্রস্তাব করেছিল। কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে এসিএ। সব ক্রিকেটারকে আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবনায় সাড়া না দিতে এবং স্বাক্ষর না করতে। তবে এখনও ৩০ জুন পর্যন্ত সময় আছে। এরপর দাবি মেনে সমঝোতা না করলে ক্রিকেটাররা কঠোর অবস্থানে যাবে। বেতন নিয়ে যে তিক্ততার উদ্ভট সেটার সমাধান না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা তাদের দাবিতে অনড় থাকবে এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু বর্তমানে যে বেতন কাঠামো আছে সেটার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপাতত বাড়তি কোন আর্থিক প্রণোদনা দিতে নারাজ সিএ। আর এ কারণেই গুঞ্জন উঠেছে আগামী সফরগুলো বয়কট করবেন অসি ক্রিকেটাররা। তবে দাবি মেনে নেয়ার জন্য সিএ সময় পাচ্ছে ৩০ জুন পর্যন্ত। এর আগেই ক্রিকেটারদের কাছে বেতন কাঠামোয় কিছু সংশোধন করে আরও আকর্ষণীয় করে এসিএ’র কাছে পাঠায় সিএ। সিএ নির্বাহী মহাব্যবস্থাপক কেভিন রবার্টসের পাঠানো চিঠি একেবারেই পছন্দ হয়নি এসিএ’র। যদিও সিএ দাবি করেছিল এসিএ’র সঙ্গে হওয়া সাম্প্রতিক সভাটি ‘ফলপ্রসূ ও ইতিবাচক’ অভিহিত করেছিল। কিন্তু নতুন প্রস্তাবনা পাওয়ার পর এসিএ যে উত্তর দিয়েছে সেখানে লেখা আছে ‘অগ্রহণযোগ্য’ এবং যা নির্ধারণ করা হয়েছে সেটিকে ‘অনেক মৌলিক বিষয়াদি’ ঠিকভাবে মানা হয়নি। এসিএ সব ক্রিকেটারকে সতর্ক করে দিয়েছে যেন কোনভাবেই সিএ’র এই প্রস্তাবিত নতুন কাঠামোয় স্বাক্ষর না করে। কারণ এতে উভয়পক্ষ যেসব নিয়ে আলোচনা করেছিল তার কোনকিছুই প্রতিফলিত হয়নি। এ বিষয়ে এসিএ প্রেসিডেন্ট গ্রেগ ডায়ার এক বিবৃতিতে বলেন, ‘এসিএ এবং সিএ’র মধ্যে সাম্প্রতিক আলোচনা ভাল কিছু আনয়ন করতে ব্যর্থ হয়েছে। ৩০ জুনের দেয়া ডেডলাইনের মাত্র ৭ দিন বাকি, এই সময় তাদের এই প্রস্তাবনার কারণে আমরা জরুরী সভা ডেকেছি। বিতর্ক সমাধানের জন্য অস্ট্রেলিয়ার পুরুষ ও নারী ক্রিকেটারদের সবকিছু জানানো হয়েছে।’ অস্কার আট ম্যাচ নিষিদ্ধ স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের দল চেলসি ছাড়ার পর অস্কার এখন চাইনিজ সুপার লীগের দল সাংহাই এসআইপিজির হয়ে খেলেন। কিন্তু এখানেও তেমন সুবিধা করতে পারছেন না। ব্রাজিলের তারকা এই মিডফিল্ডার আট ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অখেলোয়াড়সুলভ আচরণের জন্য। চাইনিজ সুপার লীগে গুয়াংঝো আর এ্যান্ড এফ দলের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বিবাদে জড়িয়ে পড়ে এই শাস্তির মুখোমুখি হয়েছেন অস্কার। গুয়াংঝো আর এ্যান্ড এফের বিরুদ্ধ প্রতিপক্ষের খেলোয়াড়দের লক্ষ্য করে খুব কাছ থেকে ইচ্ছাকৃতভাবে শট নেন অস্কার। এতে প্রতিপক্ষের খেলোয়াড়রা অস্কারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। আর এতেই সংঘর্ষ বাধে। পরে বিবাদ আরও বেড়ে যায়। ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে শুনানিতে বসে ডিসিপ্লিনারি কমিটি। সেই শুনানিতে এ্যাটাকিং মিডফিল্ডার অস্কারকে আট ম্যাচ নিষিদ্ধ ঘোষণা করেন ডিসিপ্লিনারি কমিটি। অবশ্য শুনানিতে ছিলেন না অস্কার। অবশ্য টুইটারে একটি ছবি পোস্ট করেছেন অস্কার। তার পরনে থাকা টি-শার্টে লেখাÑ কিছু করার নেই, কিছু বলার নেই। তবে অন্য একটি পোস্টে তিনি লেখেনÑ সকল কিছুর জন্য আমি ব্যথিত। বিবাদ, সংঘর্ষের এই ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে শেষ হয়। সাংহাই’র হয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচে মাত্র ১টি গোল করেছেন ২৫ বছর বয়সী অস্কার। গত বছর চেলসি ছেড়ে চাইনিজ ফুটবলে সাংহাই এসআইপিজিতে নাম লেখান তিনি।
×