ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ॥ এক নারী প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫০, ২৩ জুন ২০১৭

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ॥ এক নারী প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক মালির মৃত্যু হয়েছে। নিউমার্কেট এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করার অভিযোগে এক নারী প্রতারক গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (৩২) নামে এক মালির মৃত্যু হয়েছে। তিনি কলেজটির খণ্ডকালীন মালি ছিলেন। কলেজের উপাধ্যক্ষ নিশাত হাসান জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কলেজের ভেতরে বৈদ্যুতিক লাইনের সঙ্গে লাগানো একটি গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন জহিরুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তার মৃতদেহ উদ্ধার করে। ৮ ছিনতাইকারী গ্রেফতার রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, শহিদ (২৬), জুয়েল (২৬), আকাশ (২২), মাসুদ রানা (২৫), বাবুল (৩০), মোস্তফা ওরফে অপূর্ব (১৮), লিটন মিয়া (৩০) ও শহীদ মিয়া (৪২)। বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। মহিলা প্রতারক গ্রেফতার প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করার অভিযোগে লাবনী আক্তার নিশি (২৫) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একাধিক ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। বুধবার গভীর রাতে র‌্যাব-১০ এর একটি দল ডেমরার বাঁশের পুল এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে ।
×